• রাজনীতি

    সরকারকে হুমকি না দিয়ে, ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হোন: তারেক রহমান

      প্রতিনিধি 12 November 2025 , 8:00:59 প্রিন্ট সংস্করণ

    সরকারকে হুমকি না দিয়ে, ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হোন: তারেক রহমান। ছবি-ক্যাপটেন্স টিভি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যখন জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠনের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, তখন কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে জনগণের আকাঙ্খার বিরুদ্ধে দাঁড়াচ্ছে। ‘দুর্বল’ সরকারকে কোনও হুমকি-ধামকি না দিয়ে ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানান।

    বিজ্ঞাপন

    বুধবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, দেশের অর্থনীতির পরিস্থিতি দিনে দিনে নাজুক হয়ে পড়েছে। দেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াতে হলে প্রয়োজন; জনগনের সমর্থনে গঠিত নির্বাচিত সরকার।

    এ ছাড়াও নানা শর্ত দিয়ে কিছু রাজনৈতিক দল বর্তমানে নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি করতে চাইছে বলেও অভিযোগ তারেক রহমানের। বলেন, এতে নির্বাচন না করে রাষ্ট্রীয় সুযোগ গ্রহণ করা, পতিত পলাতকদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে।

    পলাতক স্বৈরাচাররা, ফ্যাসিবাদবিরোধী একটি দলের ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা তা দেখার সময় হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণভোটের আড়ালে পতিত স্বৈরাচারদের রাষ্ট্র ও সমাজে পুনর্বাসনের সুযোগ করছে কিনা সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:52 PM “এক দিন আগে নয়, পরেও নয় ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন” 1:30 PM ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ 1:21 PM দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা 1:09 PM “আমি ভাবছিলাম বিশ্বকাপ খুব ছোট, কিন্তু এখন দেখি অনেক বড়” 12:58 PM বিয়ে করছেন জেফার-রাফসান! 12:48 PM জিয়াউলের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ 12:41 PM রাজধানীর পল্লবী এলাকায় সেনাবাহিনীর যৌথ অভিযানে পিস্তলসহ আটক ১ 12:14 PM থাইল্যান্ডে ট্রেনের উপর ক্রেন ভেঙে নিহত অন্তত ২২ 11:43 AM যে কারণে এনসিপি ছেড়েছেন তাসনিম জারা 11:19 AM আসন সমঝোতা নিয়ে ১১ দলের চূড়ান্ত বৈঠক আজ