
প্রতিনিধি 11 November 2025 , 11:19:42 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মুশফিকুর রহিম এক অনন্য নাম। সময়ের পরিক্রমায় তিনি শুধু একজন ব্যাটার বা উইকেটকিপার নন, বরং তিনি দেশের ক্রিকেটের এক জীবন্ত ইতিহাস। তার হাতে যে টেস্ট ক্যাপটি ২০০৫ সালে লর্ডসের মাটিতে দেওয়া হয়েছিল, সেই ক্যাপটি আজও তার ক্রিকেট জীবনের অবিচ্ছেদ্য অংশ।

১১ নভেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে যখন তিনি নিজের ৯৯তম টেস্ট ম্যাচে মাঠে নামেন, তখনও মাথায় ছিল সেই একই ক্যাপ, যেটি দিয়ে তার টেস্ট যাত্রা শুরু হয়েছিল প্রায় দুই দশক আগে। সময়ের ঘূর্ণাবর্তে অনেক কিছু বদলেছে-দল, সতীর্থ, প্রতিপক্ষ, এমনকি প্রজন্মও। কিন্তু মুশফিকের সেই ক্যাপ রয়ে গেছে তার অটুট বিশ্বাস, নিষ্ঠা আর ভালোবাসার প্রতীক হয়ে।
বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিমের অবদান অসাধারণ।

তিনি দলের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রাহকদের একজন,
একাধিক ডাবল সেঞ্চুরির মালিক,
এবং উইকেটকিপার হিসেবে অসংখ্য ক্যাচ ও স্টাম্পিংয়ের রেকর্ড তার ঝুলিতে।

মুশফিকের সেই পুরনো ক্যাপ যেন তার ক্যারিয়ারের সাক্ষী। ঘাম, সাফল্য, পরাজয়, আনন্দ-সবই জমে আছে সেই টুপি কাপড়ে। অনেকেই হয়তো নতুন ক্যাপ বা গ্লাভস বদলান, কিন্তু মুশফিকের জন্য এই ক্যাপ শুধুই একটা কাপড় নয়-এটি তার ক্রিকেট জীবন, তার আবেগ, তার গর্ব।
তার নিজের ভাষায়,
“এই ক্যাপ আমার জন্য শুধু একটা স্মারক নয়, এটা আমার জীবনের অংশ। এই ক্যাপটা আমাকে মনে করিয়ে দেয় কোথা থেকে আমি শুরু করেছি।”
৯৯ টেস্টের এই দীর্ঘ যাত্রায় মুশফিকুর রহিম প্রমাণ করেছেন-অধ্যবসায়, আত্মনিবেদন ও ভালোবাসা দিয়েই গড়া যায় অমরত্বের গল্প।