• বিনোদন

    বিতর্কের ঝড় মালাইকার অশ্লীল নাচ নিয়ে

      প্রতিনিধি 9 November 2025 , 12:49:29 প্রিন্ট সংস্করণ

    ফাইল ছবি
    ফাইল ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সম্প্রতি প্রকাশিত হানি সিংয়ের নতুন গান ‘চিলগাম’ নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। গানে বলিউডের জনপ্রিয় আইটেম গার্ল মালাইকা অরোরার উপস্থিতি ভক্তদের উত্তেজিত করলেও মিউজিক ভিডিওটি মুক্তি পাওয়ার পর তা পরিণত হয়েছে বিতর্কে।

    ভিডিওটিতে দেখা যায়-গান গাইছেন হানি সিং, আর তার পাশে নাচছেন মালাইকা। কিন্তু নাচের ধরনই এখন বিতর্কের কেন্দ্রবিন্দু। অনেক দর্শক বলছেন, নাচের মধ্যে কোনো শৈল্পিক আবেদন নেই, বরং তা অশালীন মনে হয়েছে।

    সামাজিক মাধ্যমে কেউ লিখেছেন, এই নাচের মধ্যে কোনো মাধুর্য নেই-একে অশ্লীল বলা ছাড়া উপায় নেই। আরেকজন প্রশ্ন করেছেন, এ নাচের মানে কী? কেন এমনভাবে নাচা হচ্ছে?

    বিজ্ঞাপন

    এমন সমালোচনায় হতাশ মালাইকার অনেক অনুরাগীও। তাদের মতে, একসময় ‘ছাইয়া ছাইয়া’ কিংবা সম্প্রতি ‘থামা’ ছবির আইটেম গানে মালাইকা যেমন নাচে মুগ্ধতা ছড়িয়েছিলেন, ‘চিলগাম’-এ সেই জাদু অনুপস্থিত। বরং চুইংগাম চিবানো আর জিহ্বা বের করার ভঙ্গি দেখে তারা বিব্রত হয়েছেন।

    কিছু নেটিজেন এমনকি এই মিউজিক ভিডিও নিষিদ্ধ করার দাবি তুলেছেন। এক দর্শক মন্তব্য করেছেন, “জিহ্বা বের করা, চুইংগাম চিবানো-এসব নাচের অংশ নয়। মালাইকা হয়তো চরিত্র অনুযায়ী নাচের সঠিক আবহ ধরতে পারেননি, তাই এটা অশ্লীল মনে হচ্ছে।

    ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়। বিতর্কে জড়িয়ে পড়েছেন গায়ক হানি সিংও। তবে এখনো পর্যন্ত এ নিয়ে হানি সিং বা মালাইকা কেউই প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:38 AM খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল 10:45 PM সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার: প্রধান উপদেষ্টা 10:43 PM বাড়লো জ্বালানি তেলের দাম 10:41 PM বিপিএল নিলাম: প্রথম পর্ব শেষে কার পকেটে কত টাকা? 10:39 PM বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: কমিশন 10:36 PM ‘বেগম খালেদা জিয়া বলেছিলেন- প্রধানমন্ত্রী হতে চাই না, চাই দেশের গণতন্ত্র ফিরে আসুক’ 6:42 PM অবিক্রিত মুশফিক-মাহমুদউল্লাহ 6:17 PM যে কারণে জাকের-মাহিদুলকে দলে নিতে বাধ্য হলো নোয়াখালী 6:00 PM গণভোটের তারিখ পরিবর্তন করতে হবে: গোলাম পরওয়ার 5:59 PM ৭৫ লাখ টাকায় লিটনকে স্কোয়াডে টানে রংপুর রাইডার্স