• আন্তর্জাতিক

    ঢাকা আসছেন না ডা. জাকির নায়েক

      প্রতিনিধি 6 November 2025 , 5:42:43 প্রিন্ট সংস্করণ

    বিশিষ্ট ইসলামী স্কলার ডা. জাকির নায়েক। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সরকার থেকে অনুমতি না পাওয়ায়, নির্বাচনের আগে বাংলাদেশে আসছেন না বিশিষ্ট ইসলামী স্কলার ডা. জাকির নায়েক। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজক সংস্থা স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্ট এসব তথ্য জানায়।

    আয়োজক সংস্থা জানায়, তারা আশাবাদী যে নির্বাচনের পরে জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেয়ার অনুমতি মিলবে। জাকির নায়েক ২৮ ও ২৯ নভেম্বর দুই দিন ঢাকায় কয়েকটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু ৪ নভেম্বর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভায়-তাকে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেয়ার সিদ্ধান্ত হয়।

    বিজ্ঞাপন

    সভায় আলোচনা হয়, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে। জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। জাকির নায়েকের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই। সবাই এখন নির্বাচনমুখী। জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন। তবে নির্বাচনের আগে নয়।

    এ দিকে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের সংবাদ সম্মেলনে বলা হয়, আমরা গত ৪-৫ বছর ধরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ডা. জাকির নায়েককে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে আসছি। বহু চেষ্টার পর ২০২৫ সালের ৩১ জুলাই ডা. নায়েক নিজের পক্ষ থেকে বাংলাদেশ সফর ও লেকচার প্রোগ্রামে অংশগ্রহণের বিষয়ে লিখিত সম্মতি দেন।

    সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘এরপর আমরা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরসমূহে প্রয়োজনীয় অনুমতির জন্য আনুষ্ঠানিক আবেদন করি। অনুমোদন পাওয়ার পর আমরা দেশীয় ও আন্তর্জাতিক মানদণ্ডে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু করি। এর মধ্যে পাঁচতারা হোটেল, ভেন্যু, লজিস্টিকস, মার্কেটিং, প্রোডাকশনসহ অন্যান্য অপরিহার্য খাতে কোটি কোটি টাকা ব্যয় হয়ে গিয়েছে’। হঠাৎ করেই গত ৪ নভেম্বর কিছু সংবাদে দেখা যায়, বিশ্ববিখ্যাত ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের বাংলাদেশ সফরের অনুমতি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:07 PM ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত 8:47 PM নির্বাচনের দিনই গণভোট হতে হবে: মির্জা ফখরুল 8:28 PM লিভার ভালো রাখতে-উপকারি যেসব ফল 8:01 PM লালমনিরহাটের কালীগঞ্জে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড 7:42 PM ‘জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না’ 7:27 PM এসএমসি’তে নিয়োগ, আবেদন করা যাবে অনলাইনে 7:14 PM ১০ হাজার টাকায়-এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু 6:35 PM এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ গ্রেফতার 6:02 PM ডেঙ্গুতে মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪ 5:42 PM ঢাকা আসছেন না ডা. জাকির নায়েক