• রাজনীতি

    আমজনতার পরে এবার বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

      প্রতিনিধি 6 November 2025 , 12:32:43 প্রিন্ট সংস্করণ

    সংগৃহীত ছবি
    সংগৃহীত ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া যোগ দিয়েছেন বিএনপিতে । তিনি হবিগঞ্জ-১ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে চান। এ আসনটি ফাঁকা রেখেছে বিএনপি। দলটি এখনো আসনটিতে তাদের প্রার্থী ঘোষণা করেনি।

    বুধবার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন রেজা কিবরিয়া।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, ‘ইতোমধ্যে আমি বিএনপিতে যোগদান করেছি। প্রাথমিক সদস্য ফরমও পূরণ করেছি। কয়েকদিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে যোগদান করব। অবশ্যই আমি ধানের শীষে নির্বাচন করব আমার এলাকায়। ২০১৮ সালের নির্বাচনেও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসাবে হবিগঞ্জ-১ থেকে ধানের শীষে নির্বাচন করেছি।’ অবশ্য এ বিষয়ে বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতার কাছে জানতে চাইলে তারা কিছু জানেন না বলে জানিয়েছেন।

    ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ঐক্যফ্রন্টের ব্যানার থেকে একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনও করেন। পরে সাবেক ডাকসু ভিপি নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন। কিছুদিন পর ব্যক্তিগত কারণ দেখিয়ে ড. কিবরিয়া কিছুটা নিজেকে গুটিয়ে নেন রাজনীতি থেকে। পরে গণঅধিকার পরিষদ দুগ্রুপে ভাগ হয়ে যায়। আমজনতার দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন রেজা কিবরিয়া। পরে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। কোনো দলের সঙ্গেও সম্পৃক্ত হননি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:42 PM ঢাকা আসছেন না ডা. জাকির নায়েক 5:27 PM ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন 4:41 PM আর্জেন্টিনা সহ ২২ দেশের বিশ্বকাপের জার্সি উন্মোচন 4:03 PM যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে 3:53 PM মৃত্যুদণ্ডের বিধান রেখে গুম প্রতিরোধ অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন 2:58 PM পদে বহাল থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনও বাধা নেই 2:43 PM বিদেশিদের সঙ্গে সম্পর্ক হবে ৪ বিষয়ের ওপর ভিত্তি করে 2:23 PM সব বলে দেব,প্রশ্ন করবেন না:পরীমনি 2:06 PM রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে 1:50 PM বিএনপি কর্মী আব্দুল হাকিম হত্যায় গ্রেপ্তার ৪