• বিনোদন

    নতুন কুঁড়ির ফাইনাল পর্বের অডিশন শুরু ১ নভেম্বর

      প্রতিনিধি 30 October 2025 , 5:56:54 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’তে অংশগ্রহণকারী প্রতিযোগীরা সবগুলো রাউন্ড শেষ করে পৌঁছে গেছে চূড়ান্ত পর্বে। আগামী ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলবে এই পর্ব।

    এতে উত্তীর্ণ প্রতিযোগীদের প্রতি বিষয়ে নূন্যতম তিনটি নতুন পরিবেশনার প্রস্তুতি থাকতে হবে।

    এ পর্বের আগে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের গ্রুমিং সেশন, যেখানে অভিজ্ঞ প্রশিক্ষক ও শিল্পীরা উত্তীর্ণ প্রতিযোগীদের পারফরম্যান্স, উপস্থাপনা ও মঞ্চনৈপুণ্য আরও উন্নত করার দিকনির্দেশনা দিয়েছেন।

    ৩১ অক্টোবর আরেকদিন গ্রুমিং সেশনের কথা থাকলেও প্রতিযোগীদের অনুশীলনের সুবিধার্থে এবং অভিভাবকদের অনুরোধে একদিনেই গ্রুমিং সম্পন্ন হয়েছে। এমনটাই জানায় বিটিভি কর্তৃপক্ষ।

    আরও জানায়, চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরা, ঢাকায় । ‘সেরা দশ’ পর্বের প্রতিটি শাখায় ও বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫ জন প্রতিযোগী ফাইনাল পর্বে অংশগ্রহণ করবে। তবে, একই নম্বর প্রাপ্ত একাধিক প্রতিযোগীও সুযোগ পাবে এই রাউন্ডে অংশ নেয়ার।

    বিজ্ঞাপন

    ‘সেরা দশ’ পর্বের ফলাফল জানা যাবে বিটিভির অফিসিয়াল ওয়েবসাইটে (www.btv.gov.bd)। পাশাপাশি উত্তীর্ণ প্রতিযোগীদের প্রদত্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফাইনাল পর্বের তারিখ জানানো হবে।

    অডিশনের দিন প্রতিযোগীদের ইয়েস কার্ড সঙ্গে আনতে হবে। বিস্তারিত তথ্য বিটিভির ওয়েবসাইট ছাড়াও টেলিভিশনে প্রচারিত স্ক্রল থেকেও জানা যাবে।

    উল্লেখ্য, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করা প্রতিভাবান শিশু-কিশোররা ইতোমধ্যে সবগুলো রাউন্ড সফলভাবে শেষ করেছে। এবার তারা ফাইনালে সংগীত, নৃত্য, আবৃত্তি, গল্প বলা, কৌতুক, অভিনয়সহ বিভিন্ন বিভাগে নিজেদের সেরা পারফরম্যান্স উপস্থাপনের মাধ্যমে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে লড়ছে।

    ফাইনাল পর্বের বিভিন্ন বিভাগের অনুষ্ঠানগুলো বাংলাদেশ টেলিভিশনে বিশেষ সময়সূচি অনুযায়ী সম্প্রচারিত হবে। দর্শকরা সারা দেশের উদীয়মান শিল্পীদের সৃজনশীলতা ও প্রতিভা উপভোগ করতে পারবেন এই সম্প্রচারে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও পর্বগুলো দেখা যাবে।

    প্রসঙ্গত, নতুন প্রজন্মের মেধা বিকাশে ও সাংস্কৃতিক চর্চা বাড়াতে ‘নতুন কুঁড়ি’ বহু বছর ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের আয়োজনেও প্রত্যাশা, নতুন প্রজন্মের মেধা ও মননের বিকাশে এটি হয়ে উঠবে একটি অনুপ্রেরণামূলক মঞ্চ।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:10 PM চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২টি বিদেশি শুটারগান ও ৯ রাউন্ড গুলি জব্দ 6:49 PM প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: কুড়িগ্রামে ডিভাইসসহ আটক ১০ 6:27 PM বিপিএল: রাজশাহীকে হারিয়ে শীর্ষে উঠেছে চট্টগ্রাম 6:15 PM ওসমান হাদির খুনিদের বিচার দাবিতে, রাজধানীতে বিক্ষোভ সমাবেশ 5:51 PM স্বাধীনতার ঘোষক হিসেবে, জিয়াউর রহমানের নাম পাঠ্যবইয়ে সংযোজন 5:41 PM রাতে বিএনপির জরুরি বৈঠক, দলের ‘চেয়ারম্যান’ হতে পারেন তারেক রহমান 5:30 PM পাবনার দুটি আসনে নির্বাচন স্থগিত: সুপ্রিম কোর্ট 5:16 PM সংসদ নির্বাচন: মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের শেষ 4:36 PM ‘বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রশিবিরের বিজয়, জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না’ 4:18 PM সমগ্র ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন!