খেলা

ঢাকায় হচ্ছে না বাংলাদেশ ও আফগানিস্তান প্রীতি ম্যাচ

  প্রতিনিধি 29 October 2025 , 6:35:00 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের মুখোমুখি হওয়ার আগে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। শেষ পর্যন্ত ম্যাচটি হচ্ছে না। ‘তবে ‎ওই প্রীতি ম্যাচের জন্য ভিন্ন কোনো প্রতিপক্ষ পাওয়ার চেষ্টা চলছে। এর মধ্যে কয়েকটি দেশের সঙ্গে কথা হয়েছে, যা দুই-এক দিনের মধ্যে জানাতে পারবে বাফুফে।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বুধবার গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমন্ত্রণ পাঠানো দেশগুলোর তালিকায় নেপালও আছে। তারা বাংলাদেশে ম্যাচ খেলতে মৌখিকভাবে সম্মতিও দিয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, ‎আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য প্রস্তুতির অংশ হিসেবে ১৩ নভেম্বর ঢাকায় আফগানদের সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। আফগানিস্তানও বাফুফেকে সফরের দিনক্ষণ চূড়ান্ত করেছিল, কিন্তু হঠাৎই তারা সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে।‎

গোলাম গাউস এ বিষয়ে আরও বলেন, ‘আফগানিস্তান জানিয়েছে তারা বাংলাদেশে খেলতে আসবে না। কারণ, মিয়ানমার বাংলাদেশে আসতে চাচ্ছে না। ১৩ নভেম্বর প্রীতি ম্যাচের জন্য ভিন্ন কোনো প্রতিপক্ষ পাওয়ার চেষ্টা চলছে। কয়েকটি দেশের সঙ্গে কথা হয়েছে দুই-এক দিনের মধ্যে জানাতে পারব।’

অপরদিকে, বাংলাদেশ-ভারত ম্যাচের দিনই ঢাকার কিংস অ্যারেনায় এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মিয়ানমারের বিপক্ষে খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমার বাংলাদেশ সফরে আসতে রাজি নয়। সে জন্য আফগানিস্তানও বাংলাদেশের সঙ্গে ম্যাচটি বাতিল করেছে।

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:28 PM সুশান্ত সিং রাজপুতের সাবেক প্রেমিকা রিয়া চক্রবর্তীর ‘চ্যাপ্টার ২’ 12:00 PM ধানের শীষের বিজয়ে ঐক্যের ডাক 11:39 AM প্যারালাইসিসে আক্রান্ত ও প্রতিবন্ধী নারীর পাশে দাঁড়ালেন তারেক রহমান 11:18 AM মেলিসার তাণ্ডবে নিহত অন্তত ২৫ 10:36 AM ফুটবলের জাদুকর ম্যারাডোনার জন্মদিন 9:11 AM আজ থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত সব সিম, মিলবে না নেটওয়ার্কও 8:56 AM প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল 8:50 AM ছয় বছর পর আজ বৈঠকে বসছেন ট্রাম্প ও জিনপিং 8:44 AM রাতে আংশিক বন্ধ মেট্রোরেল, সকালেই স্বাভাবিক হয়েছে চলাচল 11:51 PM আলোচনায় তিন আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকার