প্রতিনিধি 27 October 2025 , 3:04:23 প্রিন্ট সংস্করণ

কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও পপ তারকা কেটি পেরি আবারও আলোচনায়। পেরির জন্মদিন উপলক্ষে তাদের একসঙ্গে প্যারিসে সময় কাটাতে দেখা গিয়েছে আর সেই মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দুজনকে হাত ধরাধরি করে হাঁটতে দেখা গেছে, যা তাদের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা ছড়িয়েছে।
ইন্ডিয়া টুডে থেকে জানা যায় শনিবার (২৫ অক্টোবর) রাতে প্যারিসের রাস্তায় দুজনকে একসঙ্গে দেখা যায়। জানা গেছে, কেটি পেরি তার ৪৫তম জন্মদিন উদযাপন করছিলেন, আর সেই বিশেষ দিনেই উপস্থিত ছিলেন ট্রুডো। রোমান্সের শহর প্যারিসে তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।


বিনোদন পোর্টাল টিএমজেদের প্রতিবেদন অনুযায়ী, কেটি ও ট্রুডোকে দেখা গেছে প্যারিসের জনপ্রিয় ক্যাবারে শো ক্রেজি হর্স প্যারিসে। শো শেষে দুজন একসঙ্গে থিয়েটার থেকে বের হন, এবং সাক্ষীদের বর্ণনা অনুযায়ী, তারা হাত ধরাধরি করে বাইরে হাঁটছিলেন। এর আগেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল জুলাই মাসে মন্ট্রিয়ালে রাতের খাবার খেতে। এমনকি ট্রুডোকে দেখা গেছে কেটির লাইফটাইমস ট্রুরের একটি কনসার্টেও। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার উপকূলে কেটির ইয়টে দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও প্রকাশিত হয়েছিল। যদিও তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন তুঙ্গে, তবুও কেটি পেরি বা জাস্টিন ট্রুডো কেউই এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
প্রসঙ্গত, ২০২৩ সালের আগস্টে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার সাবেক স্ত্রী সোফি। ২০০৫ সালের মে মাসের শেষে বিয়ে করেন জাস্টিন ট্রুডো ও সোফি। তিন সন্তান রয়েছে তাদের। অন্যদিকে, কেটি পেরি সম্প্রতি অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি টেনেছেন। তারা ২০২৫ সালের জুনে তাদের বাগদান ভেঙে দেন। তাদের একটি মেনে সন্তান রয়েছে।