আন্তর্জাতিক

ট্রাম্পের উপস্থিতিতে যুদ্ধবিরতি স্বাক্ষর

  প্রতিনিধি 26 October 2025 , 4:23:18 প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আরেক যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে। রোববার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে এ যুদ্ধবিরতি স্বাক্ষর করে দুপক্ষ।

রোববার (২৬ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আসিয়ান সম্মেলনের ফাঁকে এ চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চর্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন ম্যানেত।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, আমরা এমন কিছু করেছি যা অনেকেই অসম্ভব বলে ভেবেছিল। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন এ যুদ্ধবিরতি স্বাক্ষরকে ‘টেকসই শান্তির ভিত্তি স্থাপনকারী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন ম্যানেত বলেন, এটি ‘এক ঐতিহাসিক দিন।’

প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী প্রথম ধাপে থাইল্যান্ড ১৮ জন কম্বোডিয়ান সৈন্যকে মুক্তি দেবে এবং সীমান্তবর্তী এলাকা থেকে ভারী অস্ত্র ও স্থলমাইন অপসারণ করবে। পরিস্থিতি পর্যবেক্ষণে মালয়েশিয়ার সেনারা সেখানে মোতায়েন থাকবে।

উল্লেখ্য, থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে ৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকায় ১৯০৭ সালের ফরাসি উপনিবেশিক যুগের সীমারেখা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি লাওস সীমান্তবর্তী অঞ্চল ও প্রাচীন আংকর সাম্রাজ্যের কয়েকটি মন্দির এলাকাকে ঘিরে নতুন করে সংঘাতের সূত্রপাত হয়েছিল।

চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প কম্বোডিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়ার সঙ্গে আলাদা বাণিজ্য চুক্তিও করেন। এসব চুক্তির আওতায় তিন দেশ যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যসহ বিভিন্ন রপ্তানি পণ্যে শুল্ক প্রতিবন্ধকতা কমাতে সম্মত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের আরোপিত ১৯ শতাংশ শুল্ক অপরিবর্তিত থাকবে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ 8:37 AM মধ্যরাতে ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ 12:13 AM হাড্ডাহাড্ডি লড়াইয়ে বার্সাকে হারাল রিয়াল 12:07 AM আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ, পাকিস্তানি পাঁচ সেনাসহ নিহত ৩০ 9:56 PM মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চাওয়া কালামের ফেসবুক পোস্ট 8:43 PM নভেম্বরে শেষ হচ্ছে উপদেষ্টা পরিষদের সভা: মাহফুজ আলম 8:23 PM নারী বিশ্বকাপ: বৃষ্টির কারণে বন্ধ বাংলাদেশ-ভারত ম্যাচ