খেলা

লা লিগায় মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো

  প্রতিনিধি 26 October 2025 , 10:41:58 প্রিন্ট সংস্করণ

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো
মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

এল ক্ল্যাসিকো মানেই ফুটবলের শিহরণ জাগানো লড়াই। কিন্তু গত মৌসুমের এল ক্ল্যাসিকোর লড়াই ছিল একপক্ষীয়। সবগুলোতে আধিপত্য নিয়ে জিতেছিল বার্সেলোনা। এবার তেমন হওয়ার সম্ভাবনা কম। কারণ, লা লিগায় এবার রিয়াল মাদ্রিদ দাপট দেখাচ্ছে। আজ রোববার বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার এল ক্ল্যাসিকো একপক্ষীয় হবে না বলেই অনুমান। মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো ঘিরে তাই এত উত্তেজনা।

শেষ ছয় এল ক্ল্যাসিকোর পাঁচটিতেই জিতেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ শেষবার এল ক্ল্যাসিকো জিতেছিল ২০২৪ সালের এপ্রিলে। লা লিগার সেই ম্যাচের ফল ছিল ৩-২। এরপর যে পাঁচটি এল ক্ল্যাসিকো হয়েছে তার প্রতিটিতে জিতেছে বার্সেলোনা। এবার কী হবে?

বিজ্ঞাপন

মৌসুমের প্রথম ক্ল্যাসিকোর দুই দিন আগে বার্সেলোনা জেনেছে ফরোয়ার্ড রাফিনহাকে ‘পাবে না’ তারা। হ্যামস্ট্রিংয়ের চোটে বার্সেলোনার সবশেষ পাঁচ ম্যাচে তিনি খেলতে পারেননি। গত বুধবার তিনি দলের সঙ্গে অনুশীলনে ফেরেন। কিন্তু বৃহস্পতিবার অনুশীলনে অসুস্থ বোধ করেন । শুক্রবার তিনি অনুশীলন করেননি। সংবাদ মাধ্যমের খবর, আজ তাকে পাওয়া যাবে না। বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিকের জন্য আর চিন্তার খবর হলো, চোটের কারণে খেলতে পারছেন না হোয়ান গার্সিয়া, রবার্ট লেভানডোভস্কি, গাভি ও দানি ওলমোর মতো খেলোয়াড়রা। ডিফেন্ডার জুলস কুন্দেও আজ না খেলতে পারেন। ফলে এত তারকার অনুপস্থিতির খামতি কাটিয়ে কি রিয়ালকে হারাতে পারবে বার্সেলোনা?

তা ছাড়া ডাগআউটে আজ ফ্লিককে দেখা যাবে না। থাকবেন সহকারী কোচ মার্কো জরগেস। তিনি ক্ল্যাসিকো নিয়ে বলেন, ‘আমরা ম্যাচ ভালোভাবে পর্যালোচনা করেছি। হারলে তা থেকে আপনি শিখতে পারবেন। এখন আমাদের হাতে সমাধান আছে। খেলোয়াড়রা এখন বল হারায় না বললেই চলে।’ তিনি আরও বলেন, ‘আমরা সবসময় প্রতিপক্ষ নিয়ে কথা বলি। এভাবেই আমরা কাজ করি। খেলোয়াড়রা প্রস্তুত থাকবে, বিশেষ করে ভিনিসিয়ুস ও এমবাপ্পের জন্য।’ লা লিগায় ৯ রাউন্ড শেষে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল। সাত জয় ও এক ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। আজ তাই এল ক্ল্যাসিকোতে ফাস্ট-সেকেন্ডের লড়াই।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি