প্রতিনিধি 25 October 2025 , 11:31:21 প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের সরকারে বাজেট পাস না হওয়ায় সৃষ্ট ‘শাটডাউন’-এর কারণে বাধ্যতামূলক ছুটিতে যাওয়া একজন সরকারি কর্মচারী জীবনধারণের জন্য ওয়াশিংটন ডিসির ফুটপাতে হটডগ ও পানীয় বিক্রির দোকান দিয়েছেন। ৩১ বছর বয়সী ওই সরকারি কর্মচারীর নাম আইজ্যাক স্টেইন, যিনি ইন্টার্নাল রেভিনিও সার্ভিসে (আইআরএস) অ্যাটর্নি হিসেবে কর্মরত।

শনিবার (২৫ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে আইজ্যাক স্টেইন তার এই নতুন উদ্যোগ সম্পর্কে জানিয়েছেন। অদ্ভুতভাবে, তিনি তার ফুটপাতের দোকানে অফিসিয়াল পোশাক, এমনকি টাই পরে কাজ করেন, যা দেখে মনে হয় যেন তিনি তার দাপ্তরিক পরিবেশেই আছেন। তার এই ব্যতিক্রমী পোশাক স্থানীয়দের নজর কেড়েছে।
আইজ্যাক জানান, ছোটবেলা থেকেই তার এমন একটি দোকান দেওয়ার ইচ্ছা ছিল, যদিও তা সপ্তাহে একদিন করার পরিকল্পনা ছিল। কিন্তু শাটডাউনের কারণে পর্যাপ্ত সময় পাওয়ায় তিনি এখন সপ্তাহে সাতদিনই এই কাজ করছেন। তবে তিনি নিশ্চিত করেছেন, কোনো নিয়ম না ভেঙেই, প্রয়োজনীয় সব অনুমোদন নিয়েই তিনি দোকানটি বসিয়েছেন।
যদিও তিনি এখন দোকান চালানো উপভোগ করছেন, তবে শাটডাউন শেষ হলে তিনি দ্রুতই নিজের অ্যাটর্নি পদে ফিরে যাবেন। আইজ্যাক বলেন, “আমি আমার ওই কাজকে ভালোবাসি।” শাটডাউন শেষ হওয়ার পর তিনি সপ্তাহের ছুটির দিনগুলিতে দোকানটি চালু রাখবেন বলেও জানিয়েছেন।