আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শাটডাউন : ফুটপাতে হটডগ বিক্রি করছেন সরকারি অ্যাটর্নি

  প্রতিনিধি 25 October 2025 , 11:31:21 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

যুক্তরাষ্ট্রের সরকারে বাজেট পাস না হওয়ায় সৃষ্ট ‘শাটডাউন’-এর কারণে বাধ্যতামূলক ছুটিতে যাওয়া একজন সরকারি কর্মচারী জীবনধারণের জন্য ওয়াশিংটন ডিসির ফুটপাতে হটডগ ও পানীয় বিক্রির দোকান দিয়েছেন। ৩১ বছর বয়সী ওই সরকারি কর্মচারীর নাম আইজ্যাক স্টেইন, যিনি ইন্টার্নাল রেভিনিও সার্ভিসে (আইআরএস) অ্যাটর্নি হিসেবে কর্মরত।

বিজ্ঞাপন

শনিবার (২৫ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্সকে আইজ্যাক স্টেইন তার এই নতুন উদ্যোগ সম্পর্কে জানিয়েছেন। অদ্ভুতভাবে, তিনি তার ফুটপাতের দোকানে অফিসিয়াল পোশাক, এমনকি টাই পরে কাজ করেন, যা দেখে মনে হয় যেন তিনি তার দাপ্তরিক পরিবেশেই আছেন। তার এই ব্যতিক্রমী পোশাক স্থানীয়দের নজর কেড়েছে।

আইজ্যাক জানান, ছোটবেলা থেকেই তার এমন একটি দোকান দেওয়ার ইচ্ছা ছিল, যদিও তা সপ্তাহে একদিন করার পরিকল্পনা ছিল। কিন্তু শাটডাউনের কারণে পর্যাপ্ত সময় পাওয়ায় তিনি এখন সপ্তাহে সাতদিনই এই কাজ করছেন। তবে তিনি নিশ্চিত করেছেন, কোনো নিয়ম না ভেঙেই, প্রয়োজনীয় সব অনুমোদন নিয়েই তিনি দোকানটি বসিয়েছেন।

যদিও তিনি এখন দোকান চালানো উপভোগ করছেন, তবে শাটডাউন শেষ হলে তিনি দ্রুতই নিজের অ্যাটর্নি পদে ফিরে যাবেন। আইজ্যাক বলেন, “আমি আমার ওই কাজকে ভালোবাসি।” শাটডাউন শেষ হওয়ার পর তিনি সপ্তাহের ছুটির দিনগুলিতে দোকানটি চালু রাখবেন বলেও জানিয়েছেন।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ