খেলা

ওয়ানডেতে প্রথমবারের যে লজ্জায় পড়লেন কোহলি

  প্রতিনিধি 23 October 2025 , 11:42:41 প্রিন্ট সংস্করণ

ওয়ানডেতে প্রথম টানা ডাক মারলেন কোহলি
ওয়ানডেতে প্রথম টানা ডাক মারলেন কোহলি
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ক্যারিয়ারে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন ক্রিকেটের এই সংস্করণ থেকেই। মাঠে নামলেই ওয়াডেতে তাঁর ব্যাট থেকে রানের বন্যা বয়ে যেত। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফেরা বিরাট কোহলি এই সংস্করণেই এখন ধুঁকছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ গোল্ডেন ডাক মেরে ফিরলেন কোহলি। তিন ম্যাচের সিরিজের পার্থে প্রথমটিতেও কোনো রান না করেই ড্রেসিংরুমের পথ ধরেছিলেন টপ অর্ডারের এই ব্যাটার। আজ জাভিয়ার বার্টলেটের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে চার বল খেলে শূন্য রান করে ফেরেন কোহলি। তাতে ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডেতে টানা ডাক মারার তিক্ত অভিজ্ঞতা হলো তাঁর।

এর আগে ২০২১ সালে আহমেদাবাদে একবার টেস্ট ও টি–টোয়েন্টিতে টানা দুই ইনিংসে শূন্য রানে আউট হয়েছিলেন কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডেতে এটি কোহলির দ্বিতীয় ‘ডাক’। আর অজিদের বিপক্ষে মোট চতুর্থবার শূন্য রানে আউট হলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি কোহলির ৪০তম শূন্য রানের ইনিংস। ভারতের হয়ে সব ফরম্যাট মিলিয়ে কেবল জাহির খানই (৪৩) তার চেয়ে বেশি বার শূন্য রানে ফিরেছেন।

বিজ্ঞাপন

৫০ ওভারের সংস্করণে বর্ণাঢ্য ক্যারিয়ারে এ নিয়ে মোট ১৮বার গোল্ডেন ডাক মেরেছেন কোহলি। টেস্টে ১৫ ও টি-টোয়েন্টিতে সাতবার শূন্য রানে ফিরেছেন তিনি।

এই বছর সাতটি ওয়ানডেতে ৭ ইনিংসে ২৭৫ রান করেছেন কোহলি। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ ব্যাট হাতে নেমেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। গত মার্চে সেই টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ২১৮ রান করে দলের শিরোপা জয়ে অবদান রেখেছেন তিনি।

গত কয়েক মাস ভারতের ওয়ানডে দলের ভবিষ্যতের কথা মাথায় রেখে কোহলি-রোহিত শর্মাকে ছাড়া দল গোছানোর গুঞ্জন শোনা যাচ্ছে। ২০২৭ বিশ্বকাপে ভারতের অভিজ্ঞ এই দুই ক্রিকেটারের খেলার সম্ভাবনা নিয়ে অনেকেই সন্দিহান। এরমধ্যে ছন্দে না ফিরলে হয়তো তাদের বাদ দিয়েই আসন্ন বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়ার সিদ্ধান্ত নিতে পারে ভারত। ক্যারিয়ারজুড়ে অনেক চাপ সামলানোর অভিজ্ঞতা আছে ৩৬ বছর বয়সী ব্যাটারের। এবার জাতীয় দলে টিকে থাকার চাপ সামলে কোহলি চেনা রূপে ফিরতে পারেন কিনা সেটাই দেখার।

কোহলির ব্যর্থতার দিনে বিপদে ভারতও। অ্যাডিলেড ওভালে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১৭ রানেই দুই উইকেট হারায় সফরকারীরা। ডানহাতি পেসার বার্টলেট ৯ রান করা অধিনায়ক শুবমান গিলকে ফেরান। একই ওভারেই কোহলির উইকেটও তুলে নেন তিনি। পাওয়ার প্লের ১০ ওভার শেষে দুই উইকেট হারিয়ে ২৯ রান করে ভারত। ওয়ানডেতে ২০২৩ সালের পর এটি পাওয়ার প্লেতে তাদের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান!