খেলা

৩য় ম্যাচেই হবে সিরিজ নির্ধারণ: সুপার ওভারে ক্যারিবীয়দের জয়

  প্রতিনিধি 21 October 2025 , 9:40:33 প্রিন্ট সংস্করণ

উইকেট পাওয়ার আনন্দ উদযাপন করছে টিম টাইগারর্স। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

স্পিন সহায়ক উইকেটে রান তুলতে বেশ বেগ পেতে হয়েছে টাইগারর্স ব্যাটারদের। তবে শেষদিকে রিশাদ হোসেন ব্যাটে রীতিমতো ঝড় তোলেন। তাতে দুইশ ছুঁয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। আর জয়ের লক্ষ্যে নির্ধারিত খেলায় ওয়েস্ট ইন্ডিজও করে ২১৩ রান। টাই হয়ে যায় দ্বিতীয় ম্যাচ।

অবশেষে আম্পায়ারের সিদ্ধান্তে খেলা গড়ায় সুপার ওভারে। তবে সুপার ওভার শেষে ১ রানে হেরে যায় বাংলাদেশ। খেলার ফল দাঁড়ায় তিন ম্যাচ সিরিজের ১ : ১-এ। নাটকীয় সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০ রান। আর ১১ রানের টার্গেটে এক ওভার শেষে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করে ৯ রান। ফলে সিরিজ নির্ধারণে ৩ ম্যাচ পযর্ন্ত অপেক্ষা করতে হবে দর্শকদের।

লক্ষ্যটা বড় ছিল না। সিরিজে সমতা ফেরাতে ওয়েস্ট ইন্ডিজের জয়ের দরকার ছিল। সেই লক্ষ্যে শেষ পর্যন্ত অত্যন্ত ভালোভাবেই এগিয়ে যায় ক্যারিবীয়রা। এ দিকে ২১৪ রানে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। আর নির্ধারিত ৫০ ওভার শেষে ২১৩ রান করে ক্যারিবীয়রা। যার ফলে ম্যাচ টাই হয়ে যায়। আর আম্পায়ারের সিদ্ধান্ত আসে সুপার ওভার খেলায়।

প্রথম ওভারে উইকেট হারানোর ধাক্কা সামলে ভালোই খেলে ওয়েস্ট ইন্ডিজ। ১০ ওভার শেষে দলটি তুলেছে ৩৪ রান। এরপর ৫১ রানের জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজকে আশা দেখাচ্ছিলেন কার্টি ও অ্যাথানেজ। তবে বল হাতে নিয়েই রিশাদ সেই জুটি ভাঙলেন। এই ম্যাচে নিজের করা দ্বিতীয় বলে এলবিডব্লিউতে ফেরালেন অ্যাথানেজকে।

এর আগে খেলার বাংলাদেশের পক্ষে সাবধানী ব্যাটিং শুরু করেছিলেন সৌম্য সরকার ও সাইফ হাসান। দুজনের দেখে-শোনেই খেলছিলেন। তবে হঠাৎ ডিফেন্স করতে গিয়ে আউটসাইড এজে স্লিপে ক্যাচ দেন সাইফ। গত ম্যাচের মতো আজও দুই অঙ্ক ছুঁতে পারেননি তিনি। এক ছক্কায় ১৬ বলে করেছেন ৬ রান।

বিজ্ঞাপন

ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে তাওহিদ হৃদয়কে নামানো হয় তিনে। গুরুত্বপূর্ণ এই পজিশনে খেলতে নেমে ব্যর্থ তিনি। সৌম্যের সঙ্গে হৃদয়ের জুটি দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তবে বাজে শট খেলে নিজের উইকেট বিলিয়ে এসেছে হৃদয়। ফেরার আগে ১৯ বলে করেছেন ১২ রান।

হৃদয়ের পর উইকেটে এসে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্তও। উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন। ২১ বলে ১৫ রান এসেছে তার ব্যাট থেকে। অঙ্কনও একই পথে হেটেছেন। ৩৫ বলে ১৭ করে আউট হয়েছেন।

এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও আরেক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করছিলেন সৌম্য সরকার। দারুণ ব্যাটিংয়ে ছিলেন ব্যাক্তিগত ফিফটির পথে। তবে হঠাৎ ধৈর্য্য হারান। ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েন। তার আগে ৮৯ বলে করেছেন ৪৫ রান।

১০৩ রানে পঞ্চম উইকেট হারানোর পর সাতে ব্যাট করতে আসেন নাসুম। এই পরিকল্পনায় কিছুটা হলেও সফল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এক ছক্কায় ১৪ রান এসেছে নাসুমের ব্যাট থেকে। এরপর সোহান এসে দ্রুত রান তোলার চেষ্টা করেন। কিন্তু ২৪ বলে ২৩ রানের বেশি করতে পারেননি তিনি।

৪৬তম ওভারে যখন সোহান ফেরেন তখন দলের রান ১৬৩। এখান থেকে দুইশ রান অনেক দূরের পথই মনে হচ্ছিল। তবে সেই পথটুকু সহজেই পাড়ি দেন রিশাদ। ঝোড়ো ব্যাটিংয়ে ১৪ বলে করেন অপরাজিত ৩৯ রান। তাতে যোগ্য সঙ্গ দেন মিরাজ। অধিনায়ক অপরাজিত থাকেন ৫৮ বলে ৩২ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন সৌম্য সরকার।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, অ্যালিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস