অন্যান্য

আজিজ মার্কেটে নতুন কমিটির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

  প্রতিনিধি 20 October 2025 , 8:50:53 প্রিন্ট সংস্করণ

দুপুরে মার্কেটের সামনে মানববন্ধন করেছে তারা
দুপুরে মার্কেটের সামনে মানববন্ধন করেছে তারা
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV


রাজধানীর শাহবাগে অবস্থিত আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটের ব্যবসায়ীরা সোমবার (২০ অক্টোবর) দুপুরে মার্কেটের সামনে মানববন্ধন করেছে। তারা মার্কেটের দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতিতে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

ব্যবসায়ীরা জানান, গত বছরের ৫ আগস্ট মার্কেটের পূর্ববর্তী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পালিয়ে যাওয়ার পর সমাজসেবা অধিদপ্তর ৩ অক্টোবর পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করে। ৯০ দিনের মধ্যে নির্বাচন করে নতুন কমিটি গঠনের নির্দেশ থাকলেও এক বছর পার হলেও নির্বাচন হয়নি। এ অবস্থায় মজিবর রহমান, সাইফুল ইসলাম ও শাহিন চৌধুরীর নেতৃত্বে অন্য একটি পক্ষ বর্তমান কমিটির ওপর চাপ দিয়ে সংকট তৈরি করেছে।

দুই পক্ষের মধ্যে দীর্ঘ এক মাস ধরে চলা দ্বন্দ্বে একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটেছে। ৩ অক্টোবর মার্কেটে তালা লাগিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা পর্যন্ত ঘটে, যা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

মানববন্ধনে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা বলেন, ‘আমরা শান্তিতে ব্যবসা করতে চাই, হামলা-মামলা নয়। তাই দ্রুত নির্বাচন আয়োজন করে নতুন কমিটি গঠনের দাবি করছি।’

নতুন আহ্বায়ক কমিটির নেতা রবিউল ইসলাম বলেন, “আমরা দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে চাই, যেন ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের কাজকর্ম চালাতে পারেন। আমরা আর কোনো দ্বন্দ্ব চাই না।”

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি