অন্যান্য

মধ্যরাতে গ্রীড পরিদর্শনে ডেসকোর এমডি

  প্রতিনিধি 20 October 2025 , 12:59:11 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ঢাকা, ২০ অক্টোবর ২০২৫:
বিদ্যুৎ সরবরাহে নিরবিচারে মান নিশ্চিত করতে রাজধানীর রাত জাগা আকাশের নিচে হঠাৎ করেই হাজির হলেন ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি (অবঃ)।

রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১১টা থেকে শুরু করে মধ্যরাত অবধি তিনি ডেসকোর আওতাধীন বিভিন্ন ৩৩/১১ কেভি সাব-স্টেশন এবং ১৩২/৩৩ কেভি গ্রিড সাবস্টেশন পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন ডেসকোর নির্বাহী পরিচালক (অপারেশন) প্রকৌশলী মোঃ রশিদুর রহমান।

বিজ্ঞাপন

পরিদর্শনের আওতায় আসে মিরপুর, কচুক্ষেত, মহাখালী, বনানী, বসুন্ধরা এবং উত্তরা এলাকার গুরুত্বপূর্ণ গ্রিড ও সাব-স্টেশনগুলো। আগাম কোনো ঘোষণা ছাড়াই এই পরিদর্শনে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনরত অবস্থায় পাওয়া যায়, যা ছিল সন্তোষজনক।

প্রতিটি স্থাপনাতেই দু’জন শীর্ষ কর্মকর্তা ভিজিটর বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন এবং স্বাক্ষর করেন। সেই সঙ্গে অগ্নি-নিরাপত্তা এবং অন্যান্য জরুরি বিষয় নিয়েও দিকনির্দেশনা দেন উপস্থিত কর্মীদের।

এই ধরনের হঠাৎ পরিদর্শন শুধু তদারকির অংশ নয়, বরং একটি স্পষ্ট বার্তা—নাগরিকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ডেসকো সবসময় প্রস্তুত এবং সজাগ। আর নেতৃত্বে আছেন এমন একজন, যিনি দায়িত্বকে শুধু অফিসঘরেই নয়, রাতের আঁধারেও অনুভব করেন মাঠে গিয়ে।

মানুষের ঘরে আলো জ্বলুক, সেই চেষ্টায় যেন ঘুম নেই কর্তাদের চোখে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি