প্রতিনিধি 19 October 2025 , 5:52:22 প্রিন্ট সংস্করণ

সোমবার বাংলাদেশ সময় ভোর ৫টায় চিলির এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে মুখোমুখি হবে লাতিন এবং আফ্রিকার দেশ দুটির যুবারা।।কলম্বিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
বৃহস্পতিবার চিলির স্তাডিও ন্যাশিওনাল জুলিও মার্টিনেজ প্যারাডানোসে ১-০ গোলে জিতেছে যুবা আলবিসেলেস্তেরা।

আগামীকাল ২০ অক্টোবর শিরোপা লড়াইয়ে মরক্কোর মুখোমুখি হবে আর্জেন্টিনার তরুণরা। মরক্কো একইদিন ফ্রান্সকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে।
কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা ৭২ মিনিটে গোল করে। বদলি নামা মাতেও সিলভেত্তি জালে বল পাঠান। পাঁচ মিনিট পরে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় কলম্বিয়া। তারা আর সমতায় ফিরতে পারেনি।
অনূর্ধ্ব-২০ পর্যায়ের টুর্নামেন্টে মরক্কো এবারই প্রথম ফাইনালে উঠেছে। তবে তাদের ছোট করে দেখার সুযোগ নেই। দলটির অনেক ফুটবলার ইউরোপের বড় বড় ক্লাবের একাডেমিতে খেলেন। ইউরোপে জন্ম ও বেড়ে ওঠা তাদের। বাবা কিংবা মায়ের পরিচয়ের সুবাদে মরক্কোয় খেলেন তারা।