খেলা

মেসির হ্যাটট্রিকে, প্লে-অফে মায়ামি

  প্রতিনিধি 19 October 2025 , 3:56:57 প্রিন্ট সংস্করণ

মায়ামির জার্সিতে হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি
মায়ামির জার্সিতে হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

এক বছর পর ইন্টার মায়ামির জার্সিতে হ্যাটট্রিকের দেখা পেলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেজর সকার লিগে (এমএলএস) নিয়মিত মৌসুমের একেবারে শেষ ম্যাচে এসে তিনি এই কীর্তি গড়লেন। যাতে ভর করে ন্যাশভিলে এসসিকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। এর মধ্য দিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে তারা প্লে-অফে উঠেছে।

এর আগে ২০২৪ সালের ১৯ অক্টোবর সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন মেসি। আজ একই দিনেই পেলেন মায়ামির জার্সিতে দ্বিতীয় হ্যাটট্রিক, যা তার পেশাদার ক্যারিয়ারে ৬০তম। এ ছাড়া ম্যাচটিতে একটি অ্যাসিস্টও করেছেন মেসি। সবমিলিয়ে এবারের এমএলএসে সর্বোচ্চ ২৯ গোল করে তিনি গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে আছেন। তার চেয়ে ৫ গোলে পিছিয়ে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ন্যাশভিলের স্যাম সারিজ ও লস অ্যাঞ্জলসের ডেনিস বুয়াঙ্গা।

বিজ্ঞাপন

বাংলাদেশ সময় অনুযায়ী আজ ভোরে শুরু হয় ম্যাচটি। ৩৪ মিনিটের মাথায় প্রথম গোলটি আসে মেসির কাছ থেকে। প্রতিপক্ষের দুজনকে ফাঁকি দিয়ে বক্সের মাথা থেকে বাঁ পায়ের মাটি কামড়ানো শট নেন তিনি। এগিয়ে যায় মায়ামি। বিরতির আগেই (৪৩ মিনিট) সারিজের গোলে সেটি শোধ করে ফেলে ন্যাশভিলে। এমনকি যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে তারা লিড পায়, এবার স্কোরশিটে নাম তোলেন জ্যাকব শ্যাফেলবার্গ। ম্যাচে ফিরতে ৬২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে মায়ামিকে। প্রতিপক্ষ ফুটবলারের হ্যান্ডবলের সুবাদে তারা পেনাল্টি পেয়ে যায়, ঠাণ্ডা মাথায় আলতো করে নেওয়া স্পট কিকে মেসি স্কোরবোর্ড ২-২ করেন।

মিনিট পাঁচেক পরই ফের লিড নেয় মায়ামি। বক্সের মাঝামাঝি জায়গা থেকে গোলটি করেন বালতাসার রদ্রিগেজ। মায়ামির হয়ে মেসি দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন ম্যাচের ৮১ মিনিটে। সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর কয়েকজনের মাঝখান থেকে নিচু শটে তিনি গোলরক্ষককে পরাস্ত করেছেন। ৪-২ গোলে জয়ের পথেই ছিল মায়ামি। তবে তাতেই তারা সন্তুষ্ট নয়। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের শুরুতে এবার তেলাস্কো সেগোভিয়ার গোল। ৫-২ ব্যবধানে বড় জয়ে শীর্ষ তিনে থাকা নিশ্চিত করে হাভিয়ের মাশ্চেরানোর মায়ামি।

এমএলএসের এবারের মৌসুমে সবমিলিয়ে ৪৮ গোলে (২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট) অবদান রাখলেন মেসি। যা লিগটির এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। ৪৯ গোল-অ্যাসিস্ট তার সামনে আছেন কার্লোস ভেলা (২০১৯)। এ ছাড়া এমএলএসের নিয়মিত এক মৌসুম শেষে মেসির চেয়ে বেশি গোলের রেকর্ড আছেন ভেলা (৩৪), জোসেফ মার্টিনেজ (৩১) ও জ্লাতান ইব্রাহিমোভিচের (৩০)।

এদিকে, ৩৪ ম্যাচে ১৯ জয়, ৮ ড্র ও ৭ হারের পর ৬৫ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের টেবিলে তিনে অবস্থান মায়ামির। সমান পয়েন্ট পেলেও দুইয়ে এফসি সিনসিনাতি। এক পয়েন্ট বেশি নিয়ে সবার শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন। প্লে-অফের প্রথম রাউন্ডে আবার ন্যাশভিলের সঙ্গেই খেলবে মায়ামি।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস