বিনোদন

শামীম-তানিয়া জুটির নতুন নাটক ‘ওরে চামবাজ’: কর্পোরেট চামচামির বাস্তব গল্প

  প্রতিনিধি 19 October 2025 , 2:35:12 প্রিন্ট সংস্করণ

সম্প্রতি মুক্তি পেয়েছে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি অভিনীত নাটক ‘ওরে চামবাজ’,
সম্প্রতি মুক্তি পেয়েছে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি অভিনীত নাটক ‘ওরে চামবাজ’,
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

সম্প্রতি মুক্তি পেয়েছে শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি অভিনীত নাটক ‘ওরে চামবাজ’, যা ইতিমধ্যেই দর্শকমহলে আলোচনার জন্ম দিয়েছে। ১৬ অক্টোবর বৃহস্পতিবার প্লাস মিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘প্লাস মিডিয়া নাটক’-এ মুক্তিপ্রাপ্ত এই নাটকটি বর্তমান সময়ের কর্পোরেট বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত।

নাটকটির গল্প লিখেছেন জায়েদ জুলহাস এবং পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা বর্ণনাথ, যিনি এর আগেও ‘আগাছা’ নাটকের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছিলেন।

বিজ্ঞাপন

‘ওরে চামবাজ’ নাটকে কর্পোরেট অফিস সংস্কৃতির মধ্যে লুকিয়ে থাকা চামচামি ও তেলবাজির নগ্ন বাস্তবতা তুলে ধরা হয়েছে। প্রধান চরিত্র সাকিব, যার কোনো প্রকৃত যোগ্যতা না থাকলেও সে শুধুমাত্র তেলবাজি করে নিজের অবস্থান পোক্ত করার চেষ্টা করে—এমন চরিত্র আমাদের চারপাশেই দেখা যায়। ফলে নাটকের গল্প দর্শকদের ব্যক্তিগত অভিজ্ঞতার সাথেও গভীরভাবে মিল খেয়ে যায়।

শামীম হাসান সরকার বরাবরের মতোই প্রাণবন্ত অভিনয়ে নজর কেড়েছেন। তার সঙ্গে তানিয়া বৃষ্টির রসায়নও দর্শকদের ভালো লেগেছে। নাটকের অন্যান্য চরিত্রে রয়েছেন রকি খান, নুর এ আলম নয়ন, হারুন রশীদ বান্টি, জাবেদ গাজী ও সেজুতি খন্দকার।

যদিও নাটকের চরিত্রগুলো কাল্পনিক, তবুও গল্পে রয়েছে সমাজের বাস্তবতার প্রতিচ্ছবি। এমন বাস্তবধর্মী নাটক আমাদের চারপাশের বাস্তবতা বুঝতে সহায়তা করে, আবার হাস্যরসের মধ্য দিয়ে চামচামি সংস্কৃতির কড়া সমালোচনাও করে।

‘ওরে চামবাজ’ নাটকটি প্রযোজনা করেছে প্লাস মিডিয়া

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি