আন্তর্জাতিক

হামাসকে মারার হুমকি যুক্তরাষ্ট্রের

  প্রতিনিধি 17 October 2025 , 3:58:57 প্রিন্ট সংস্করণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হুমকি দেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হুমকি দেন
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

হামাস যদি আবার গাজায় বেসামরিক মানুষ হত্যা শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের হত্যা করতে বাধ্য হবে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হুমকি দেন। খবর শাফাক নিউজের।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হামাস যুদ্ধবিরতির সুযোগ নিয়ে গাজায় ফের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এবং যাদের ‘ইসরায়েলের সহযোগী’ মনে করছে, তাদের টার্গেট করছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র হামাসকে জোরপূর্বক নিরস্ত্র করবে, যদি এমন সহিংসতা আবার শুরু হয়।

বিজ্ঞাপন

এর আগে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড হামাসকে গাজায় সাধারণ মানুষের বিরুদ্ধে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে। যদিও হামাস দাবি করেছে, তারা বেসামরিকদের নয়, বরং যুদ্ধের অরাজকতা কাজে লাগানো অপরাধী গোষ্ঠী ও কথিত সহযোগীদের টার্গেট করছে।

এক বিবৃতিতে ট্রাম্প বলেন, হামাস কিছু খারাপ গ্যাংকে সরিয়ে দিয়েছে, সেটা আমাকে খুব একটা বিরক্ত করেনি।

তবে তিনি স্পষ্ট করে দেন, যুক্তরাষ্ট্র গাজায় স্থলসেনা পাঠাবে না, তবে ইসরায়েলের যেকোনো সামরিক অভিযানে পূর্ণ সমর্থন দেবে।

ট্রাম্পের এ বক্তব্যকে হামাসের প্রতি একটি চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে, যাতে তারা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন না করে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি