খেলা

জৌলুস হারাচ্ছে আইপিএল, দাম নিম্নমুখী!

  প্রতিনিধি 16 October 2025 , 5:58:04 প্রিন্ট সংস্করণ

আইপিএল ট্রফি ও ভারতের একটি স্টেডিয়াম। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

জৌলুস হারাচ্ছে আইপিএল। গত দু’বছর ধরে জনপ্রিয় ক্রিকেট লিগটির দাম নিম্নমুখী। ‘ডি অ্যান্ড পি’ অ্যাডভাইসরি রিপোর্টে তারা এমনটাই দাবি করেছে। তারা বলছে একই সময়ে একধাক্কায় প্রায় ১১ শতাংশ কমেছে আইপিএলের মূল্য। কেন দাম নিম্নমুখী, রিপোর্টে তার সম্ভাব্য কারণও তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

প্রকাশিত ‘বিয়ন্ড ২২ ইয়ার্ড-দ্য পাওয়ার অফ প্ল্যাটফর্মস, দ্য প্রাইস অফ রেগুলেশন’ শীর্ষক ওই রিপোর্টে দাবি করা হয়েছে, চলতি বছর আইপিএলের মূল্য ৭৬ হাজার ১০০ কোটি রুপি। কিন্তু গতবছর এই অঙ্কটা ছিল ৮২ হাজার ৭০০ কোটি রুপি। ২০২৩ সালে ৯২ হাজার ৫০০ কোটি রুপি ছিল আইপিএলের মূল্য। অর্থাৎ গত দুই বছরে আইপিএলের মূল্য ১১ শতাংশ কমে গেছে। উইমেন্স প্রিমিয়ার লিগের মূল্যও ৫ দশমিক ৬ শতাংশ কমে গিয়ে ১ হাজার ২৭৫ কোটিতে দাঁড়িয়েছে।

কেন জৌলুস হারাচ্ছে বিশ্বের ধনীতম লিগ? মূলত দু’টি কারণের দিকে ইঙ্গিত করা হয়েছে এই রিপোর্টে। প্রথমত, ভারতে বেটিং অ্যাপ বন্ধ করতে দেশটির কেন্দ্রীয় সরকারের নতুন আইন। সংসদে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ বিলটি পাস করিয়ে নিয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকার।

অনলাইন গেমিং আইন পাস হওয়ার পর একে একে ড্রিম ১১, এমপিএলের মতো ১১টি বড় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম আর্থিক লেনদেনের মাধ্যমে খেলাধুলা বন্ধ করে দিয়েছে। অন্তত ২ লাখ কোটি রুপির ব্যবসা ধাক্কা খেয়েছে। আইপিএলের সঙ্গে এই বেটিং অ্যাপগুলো বেশ ভালোভাবে জড়িত ছিল। কিন্তু নতুন আইনের জেরে আইপিএলের অন্তত ২ হাজার কোটি রুপির ক্ষতি হবে। দ্বিতীয় কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে আইপিএলের সম্প্রচারকে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
6:03 PM শাপলা প্রতীক পাচ্ছেনা এনসিপি 5:55 PM টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ 5:45 PM গতি কমল মেট্রোরেলের 5:28 PM থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশ 5:20 PM প্রতি আসনে একাধিক প্রার্থী প্রস্তুত রাখছে বিএনপি 4:56 PM এক লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান 4:39 PM পুলিশ সদস্যদের নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না 4:23 PM খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ফিজিওর মৃত্যু 4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭