প্রতিনিধি 15 October 2025 , 8:43:03 প্রিন্ট সংস্করণ

ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ-প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমরা নির্বাচনকে সামনে রেখে কোনো ঝামেলায় যেতে চাই না, যেতে পারবো না। সেটা আমরা এফোর্ড করতে পারবো না’। বুধবার রাতে জাতীয় ঐকমত্য কমিশনে বৈঠকে তিনি এসব কথা বলেন।

১৫ অক্টোবর, বৈঠকে প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন। ওই সময় সালাহউদ্দিন বলেন, বাংলাদেশের সব অর্গানের ব্যালেন্স থাকে, সেটা আপনাকে (প্রধান উপদেষ্টা) চেষ্টা করতে হবে। আমরা চাই না প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে কোনো রকমের ভারসাম্য নষ্ট হোক। আমরা সেটি এফোর্ড করতে পারবো না এই মুহূর্তে।
তিনি আরও বলেন, আমরা চাই আপনার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় থাকুক। একটা ব্যালেন্সড অবস্থা থাকতে হবে। পতিত স্বৈরাচার এবং তাদের দোসর-একটি দেশ, এই সুযোগ নেয়ার জন্য বসে থাকবে।