রাজনীতি

চাকসু: নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ছাত্রদলের

  প্রতিনিধি 15 October 2025 , 6:59:44 প্রিন্ট সংস্করণ

চাকসু নির্বাচন কমিশনের বিরুদ্ধে ছাত্রদলের অভিযোগ। ছবি; সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তবে ভোটকেন্দ্রে সারিতে থাকা শিক্ষার্থীরা ৪টার পরও ভোট দেন। ভোটগ্রহণে শিক্ষার্থীদের মধ্যে দিনভর ছিল উৎসাহ ও উদ্দীপনা। তবে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রদলসহ বেশ কয়েকটি প্যানেল।

ভোট শেষে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্ব, দুর্বল ব্যবস্থাপনা এবং নির্বাচন আচরণবিধি উপেক্ষার অভিযোগ এনেছে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন। তিনি অভিযোগ করেন, ‘ডাকসু ও জাকসু নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কমিশন যে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করতে পারেনি। ভোটে অমোচনীয় কালি ব্যবহার না করায় একাধিকবার ভোট দেয়ার সুযোগ রয়ে যায়, যা গ্রহণযোগ্য নয়’।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার মো. মনির উদ্দিন ভোট শেষে জানান, ‘ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে শেষ হয়েছে। ব্যালটগুলো আলাদা করে ডিন কার্যালয়ে নিয়ে যাওয়া হবে এবং ক্যামেরার সামনে গণনা করা হবে’।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান সরাসরি নির্বাচন কমিশনকে ‘মেরুদণ্ডহীন’ আখ্যা দিয়ে বলেন, এই নির্বাচন কমিশনারের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করা যায় না। তিনি বিশেষ একটি গোষ্ঠীকে সুবিধা দিতেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগগুলো আমলে নেননি।

ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রের প্রধান ফটকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরও কিছু শিক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। এ নিয়ে ভোটার ও প্রার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একই সঙ্গে ওই কেন্দ্রের এলইডি স্ক্রিন বন্ধ রাখা নিয়েও প্রশ্ন তোলে কয়েকটি প্যানেল।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ