খেলা

আফগানিস্তানের কাছে প্রথমবার হোয়াইটওয়াশ বাংলাদেশ

  প্রতিনিধি 15 October 2025 , 12:35:42 প্রিন্ট সংস্করণ

বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

তৃতীয় ওয়ানডেতেও ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ। তাতে করে ওয়ানডেতে প্রথমবার আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে মেহেদী হাসান মিরাজদের। শেষ ম্যাচে বাংলাদেশ হেরেছে ২০০ রানের বিশাল ব্যবধানে।

তৃতীয় ওয়ানডেতে সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ২৭.১ ওভারে ৯৩/১০ (রানা ২*; নাঈম ৭, শান্ত ৩, হৃদয় ৭, সাইফ ৪৩, মিরাজ ৬, শামীম ০, নুরুল ২, তানভীর ২, রিশাদ ৪, হাসান ৯)

আফগানিস্তান ৫০ ওভারে ২৯৩/৯ (বিলাল ০, নবী ৬২; গুরবাজ ৪২, অটল ২৯, শহীদী ২, ইব্রাহিম ৯৫, আলিখিল ২, ওমরজাই ২০, রশিদ ৮, খারোটে ১০, গজনফর ০)

সিরিজের শেষ ওয়ানডেতে হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২৯৪ রান। টস জিতে শুরুতে ব্যাট করে আফগানিস্তান ৯ উইকেটে সংগ্রহ করেছে ২৯৩ রান।

বিজ্ঞাপন

মোহাম্মদ নবীর ঝড়ো ব্যাটিংয়ে স্কোর শেষ দিকে এত ফুলে ওঠে। তার ব্যাট থেকে শেষ নয় বলে আসে ২৮ রান। এই সময়েই তিনি চারটি ছক্কা ও তিনটি চার মারেন শেষ দুই ওভারে। ৩২তম ওভার থেকে শুরু হওয়া আফগানদের ছোটখাটো ধস এই ঝড়ো ইনিংসে কাটিয়ে ফেলে আফগানিস্তান। অথচ বাংলাদেশের দারুণ বোলিংয়ে এই স্কোরও অসম্ভব মনে হচ্ছিল।

নবী অপরাজিত থাকেন ৩৭ বলে ৬২ রানে। তার ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও চারটি চার। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ইব্রাহিম জাদরান—৯৫। তার ব্যাটেই দারুণ সূচনা করা আফগানদের স্কোর এক পর্যায়ে ছিল ১৭৩ রানে ১ উইকেট! সেখান থেকেই হঠাৎ ধসে স্কোর নেমে আসে ২২১ রানে ৭ উইকেটে! এর বড় কারণ পার্ট-টাইম অফস্পিনার সাইফ হাসানের ঘূর্ণিজাদু। মাত্র চার ওভারে তুলে নেন তিনটি উইকেট।

সাইফের বোলিংয়েই বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরে এসেছিল। কিন্তু নবীর শেষের ঝড় তাদের সব পরিশ্রম উল্টে দেয়। মোড় ঘুরে যায় ৪৯তম ওভারে, যখন পেসার নাহিদ রানা মাত্র দুই বৈধ বল করার পর হঠাৎ মাঠ ছাড়েন। বাকি চার বল করতে আসেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর সেই চার বলেই নবী মারেন তিন ছক্কা! ৩৫ বলে পূর্ণ করেন পঞ্চাশ।

৬ রানে ৩ উইকেট নেন সাইফ হাসান। দুটি করে শিকার করেছেন হাসান মাহমুদ ও তানভীর ইসলাম। একটি নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:23 PM খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ফিজিওর মৃত্যু 4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫