অপরাধ

সোস্যাল মিডিয়ায় পোষ্ট দিয়ে কললিস্ট ও এনআইডির তথ্য বিক্রি! গ্রেফতার ১

  প্রতিনিধি 14 October 2025 , 4:59:57 প্রিন্ট সংস্করণ

গ্রেফতারকৃত সিয়াম হাওলাদার লক্ষীপুর জেলার কমলনগর থানার চর পাগলা এলাকার বাসিন্দা
গ্রেফতারকৃত সিয়াম হাওলাদার লক্ষীপুর জেলার কমলনগর থানার চর পাগলা এলাকার বাসিন্দা
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

সোস্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে দেশের নাগরিকদের কললিস্ট (সিডিআর), জাতীয় পরিচয়পত্র (NID) ডেটা, ব্যাংক ও বিকাশ অ্যাকাউন্টের তথ্যসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য অবৈধভাবে বিক্রি করছিল একটি সংঘবদ্ধ চক্র। সেই চক্রের এক সদস্য মো. সিয়াম হাওলাদার (২৩) কে গ্রেফতার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

গ্রেফতারকৃত সিয়াম হাওলাদার লক্ষীপুর জেলার কমলনগর থানার চর পাগলা এলাকার বাসিন্দা। গত ১৩ অক্টোবর রাতে সিআইডির সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট শাখার একটি টিমম কমলনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে অপরাধে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড, হার্ডডিস্কসহ বিভিন্ন ডিজিটাল আলামত জব্দ করা হয়।

বিজ্ঞাপন

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান গ্রেফতারকৃত সিয়াম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে সক্রিয় ছিল। সে অর্থের বিনিময়ে নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের তথ্য, এসএমএস তালিকা, কল ডিটেইলস রেকর্ড (সিডিআর), বিকাশ অ্যাকাউন্ট ও ব্যাংকিং তথ্য অবৈধভাবে বিক্রি করত। এছাড়া সে মামলা সংক্রান্ত তথ্যও বেআইনিভাবে সরবরাহ করত বলে জানা গেছে।

চক্রটি বিভিন্ন ডাটাবেজ থেকে তথ্য চুরি করে অনলাইনে “সেবা” হিসেবে বিক্রি করত। এ ঘটনায় পল্টন মডেল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

সিআইডি জানায়, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ ও রিমান্ড আবেদনসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে। একইসঙ্গে চক্রটির অন্যান্য সদস্যদের সনাক্ত ও গ্রেফতারের জন্য তদন্ত এবং অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস