বিনোদন

অরিজিৎ ও আমি দু’জনই খুব ভালো বন্ধু

  প্রতিনিধি 14 October 2025 , 12:22:12 প্রিন্ট সংস্করণ

অরিজিৎ সিং ও সালমান খান। ছবি: সংগৃহীত
অরিজিৎ সিং ও সালমান খান। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে দ্বন্দ্বের খবর সবারই জানা। দীর্ঘদিন ধরেই চলছিল তাদের সমস্যা, কেউ কারও মুখোমুখি হতেন না। অবশেষে তা নিয়ে মুখ খুললেন সালমান।

আর সেখানেই সালমন স্পষ্ট করে বলেছিলেন যে, তিনি এবং অরিজিৎ এখন ভালো বন্ধু এবং ‘ব্যাটল অফ সালওয়ান’-এ একসঙ্গে কাজ করছেন।

রবি গুপ্তা সালমানকে বলেন, ‘আপনার সামনে আসতে আমার ভয় করছিল।’

অবাক হয়ে সালমান কারণ জানতে চাইলে তখন রবি জানান, তার মুখের সঙ্গে অরিজিৎ সিংয়ের মিল রয়েছে, তাই তিনি সালমানের সামনে আসতে ভয় পাচ্ছিলেন।

এই কথা শুনে সালমান হাসতে থাকেন। তার পরেই তিনি বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেন, এবং জানান, অরিজিৎ তার খুব ভালো বন্ধু।

বিজ্ঞাপন

এসময় সালমান খান বলেন, ‘অরিজিৎ ও আমি দু’জনই খুব ভালো বন্ধু। আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি ছিল। আর সেই ভুল বোঝাবুঝিটা আমার দিক থেকেই হয়েছিল।’

২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালকদের মধ্যে ছিলেন সালমান খান।

খুবই সাদামাটা পোশাকে নিজের পুরস্কার নিতে মঞ্চে উঠেছিলেন অরিজিৎ সিং। তাকে দেখে সালমান মন্তব্য করেন, ‘ঘুমাচ্ছিলে নাকি?’

অরিজিৎ উত্তর দিয়েছিলেন, ‘আরে আপনারাই ঘুম পাড়িয়ে দিয়েছিলেন।

অরিজিতের এমন মন্তব্যে দর্শক হেসে উঠলেও বিষয়টি ভালোভাবে নেননি সালমান।

এই ঘটনার পরেই নাকি সালমান তার ‘কিক’, ‘বজরঙ্গী ভাইজান’, ‘সুলতান’ সিনেমা থেকে অরিজিতের গান বাদ দিয়ে দিয়েছিলেন। বিশেষ করে ‘সুলতান’ ছবির ‘জগ ঘুমেয়া’ গানটি গেয়েছিলেন অরিজিৎ, পরে সেই গানটি গান রাহাত ফাতেহ আলী খান।

সেই ঘটনার পর, ২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে সালমানের কাছে ক্ষমা চেয়েছিলেন অরিজিৎ সিং। জানিয়েছিলেন, তিনি কখনোই সালমানকে অপমান করতে চাননি। ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি