বিনোদন

‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ পেলেন হানিয়া আমির

  প্রতিনিধি 12 October 2025 , 6:39:39 প্রিন্ট সংস্করণ

হানিয়া আমির
হানিয়া আমির
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এবার ‘হাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে জিতে নিলেন ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’। এই বিশেষ সম্মাননা হাতে পাওয়ার পর মঞ্চে এসে তিনি পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এই আবেগঘন মুহূর্তের ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

জমকালো ‘দশম হাম অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে নীল রঙের ঝলমলে পোশাকে উজ্জ্বল উপস্থিতি ছিল হানিয়া আমিরের। হাতে বিশেষ পুরস্কার ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ নিয়ে মঞ্চে উঠে তিনি যখন বক্তব্য শুরু করেন, তখন সেখানে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।

পুরস্কার হাতে নিয়ে হানিয়া আমির তার চিরাচরিত স্বভাবসুলভ হাসিতে সবার আগে আসসালামু আলাইকুম বলে সবাইকে শুভেচ্ছা জানান। বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। যখনই আমি মঞ্চে আসি, কী বলবো কোনো ধারণাই থাকে না। কিন্তু অনেক ধন্যবাদ।’

বিজ্ঞাপন

এরপর তিনি তার কাছের মানুষ ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি আমার পরিবার, বন্ধুদের ধন্যবাদ দিতে চাই যারা আমার পরিবারের মতোই। আর আমার ভক্তরা, যারা অবিশ্বাস্য ও পৃথিবীর সবচেয়ে মিষ্টি মানুষ, তারাও আমার পরিবারের মতো। অনেক ধন্যবাদ।’

তার কথায়, ‘অনলাইন বা সামনাসামনি আপনারা যে ভালোবাসা দেখান, তার জন্য কৃতজ্ঞতা। এখানে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগছে। এই পুরস্কার পাওয়াটা আমার জন্য অনেক আনন্দের।

উল্লেখ্য, ‘হাম অ্যাওয়ার্ডস’ পাকিস্তানি বিনোদন জগতের অন্যতম সম্মানজনক আয়োজন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কাজের মাধ্যমে যারা বিশেষ খ্যাতি অর্জন করেন, তাদের এই ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। হানিয়া আমির তার অভিনীত বেশ কিছু জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন। তার সাম্প্রতিক এই সম্মাননা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান!