আন্তর্জাতিক

গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি কবে থেকে শুরু হবে, জানালেন ট্রাম্প

  প্রতিনিধি 12 October 2025 , 12:32:56 প্রিন্ট সংস্করণ

গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি
গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ফিলিস্তিনের গাজা উপত্যকায় আটক ইসরায়েলি জিম্মিদের আগামীকাল ১৩ অক্টোবর, সোমবার থেকে মুক্তি দেওয়া শুরু করবে উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় ট্রাম্প জানান, গাজায় এখনও ২০ জনের বেশি ইসরায়েলি জিম্মি জীবিত অবস্থায় এবং ২৮ জন জিম্মির দেহাবশেষ আছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প জানান, জীবিতদের পাশাপাশি মৃত জিম্মিদের দেহাবশেষও হস্তান্তর করবে হামাস। এর পাশাপাশি কারাগারে বন্দি ২ হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। তবে গোটা প্রক্রিয়াটি একদিনে না কি ধাপে ধাপে কয়েক দিনে ঘটবে, তা এখনও স্পষ্ট নয়।

শনিবার সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমি শুনেছি যে ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে। গাজায় গত দু’বছর ধরে যা ঘটল, তা আসলে ট্র্যাজেডি, অনেক বড় ট্র্যাজেডি।”

বিজ্ঞাপন

গত ২৯ সেপ্টেম্বর সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনার ব্যাপারে ঘোষণা দেন ট্রাম্প। ইসরায়েল এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস সম্মতি জানানোর পর ১০ অক্টোবর শুক্রবার গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েলের মন্ত্রিসভা।

মন্ত্রিসভা যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ট্রাম্পের প্রস্তাব মেনে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে সন্ত্রাসী হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস। ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর ইসরায়েলের গত ৭৭ বছরের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ও প্রাণঘাতী হামলা।

হামাসের এই হামলার জবাব দিতে এবং জিম্মিদের উদ্ধার করতে পরের দিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান ‍শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেই অভিযানের শুরু থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৭০ হাজার।

আন্তর্জাতিক বেশ কয়েকটি উদ্যেগ ব্যর্থ হওয়ার পর গত ২৯ সেপ্টেম্বর গত ২৯ সেপ্টেম্বর সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত নতুন একটি পরিকল্পনার ব্যাপারে ঘোষণা দেন ট্রাম্প। ইসরায়েল এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস সম্মতি জানানোর পর ১০ অক্টোবর শুক্রবার গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:23 PM খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ফিজিওর মৃত্যু 4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫