প্রতিনিধি 11 October 2025 , 8:03:51 প্রিন্ট সংস্করণ

ইতালির শাসক দল ‘ব্রাদার্স অব ইতালি’ মুসলিম নারীদের জন্য প্রকাশ্যে বোরকা ও নিকাব পরিধানে নিষেধাজ্ঞা আরোপের একটি বিল প্রণয়নের পরিকল্পনা ঘোষণা করেছে, যা তারা ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদ’ প্রতিরোধের পদক্ষেপ হিসেবে পার্লামেন্টে উল্লেখ করেছে।
দেশটির সংসদ সদস্য আন্দ্রেয়া ডেলমাস্ত্রো ফেসবুকে লিখেছেন, ‘ধর্মীয় স্বাধীনতা পবিত্র একটি ধারণা। প্রত্যেকটি ধর্মের ওপর শ্রদ্ধা জানাচ্ছি। তবে, এটি আমাদের সংবিধান এবং ইতালির রাষ্ট্রীয় নীতির প্রতি পূর্ণ সম্মান রেখে প্রয়োগ করতে হবে।’

নিষেধাজ্ঞার আওতায় বোরকা ও নিকাব পরিধান করা যাবে না এমন জনসমাগম স্থানগুলো হলো—দোকান, স্কুল ও অফিস। নিয়ম ভঙ্গ করলে ৩০০ ইউরো থেকে ৩,০০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হবে বলে বিলে প্রস্তাব করা হয়েছে।
এই প্রস্তাবটি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী দলের ‘বিচ্ছিন্নতাবাদ’ প্রতিরোধে নেয়া আরও বিস্তৃত বিলের অংশ।
ব্রাদার্স অব ইতালির অভিবাসন বিষয়ক প্রধান সারা কেলানি সংবাদ সম্মেলনে বলেন, ‘বিলটি মূলত মসজিদের তহবিল নিয়ন্ত্রণ এবং বোরকা-নিকাব নিষিদ্ধ করার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।’
সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স।