বিনোদন

‘সোলজার’ লুকে ধরা দিলেন শাকিব খান

  প্রতিনিধি 11 October 2025 , 4:25:14 প্রিন্ট সংস্করণ

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান প্রায় সময়ই আলোচনায় থাকেন। হয়তো ক্যারিয়ার নিয়ে, না হয় ব্যক্তিজীবন নিয়ে। সাম্প্রতিক কাজ নিয়েই বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। গত ৭ অক্টোবর তার আসন্ন সিনেমা ‘সোলজার’র ৩৩ সেকেন্ডের ট্রেলার প্রকাশ হয়। যা নিয়ে শুরু হয় উত্তেজনা।

এবার প্রকাশ্যে এল ভিন্ন এক শাকিব খান। শুক্রবার (১০ অক্টোবর) সকালে অচেনা অবতারে দেখা দিলেন এ নায়ক। যা নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের মধ্যে তৈরি হয়েছে নতুন উন্মাদনা। এদিন বেলা ১১টায় ফেসবুক ভেরিফায়েড পেজে সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করেন ঢালিউড তারকা।

বিজ্ঞাপন

শাকিব খান পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে একটি বার্তা দিয়েছেন। তাতে লিখেছেন, ‘ইউর সোলজার অ্যাট ইউর সার্ভিস’, অর্থাৎ―আপনার সেবায় আপনার সৈনিক।

এ নায়ককে পোস্টারটিতে একজন রহস্যময় ও দৃঢ়চেতা পুরুষ হিসেবে দেখা গেছে। এতে তার ঠোঁটের উপরে মোটা গোঁফ এবং চোখে-মুখে তীক্ষ্ম অভিব্যক্তি দেখা গেছে। সবমিলে ভিন্ন এক শাকিব খানের দেখা মিলেছে পোস্টারে।

অভিনেতার পোস্টটির মন্তব্যের ঘরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মী থেকে শুরু করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, দৃঢ় সৌন্দর্য ভাই। আরেকজন মন্তব্য করেছেন, রণবীর কাপুরের মতো লাগছে।

প্রসঙ্গত, সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন অভিনেত্রী তানজিন তিশা। এতে আরও থাকছেন অভিনেতা তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাকিব আবসার প্রমুখ।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি