খেলা

কলকাতায় মেসির সঙ্গে আসছেন নেইমার!

  প্রতিনিধি 10 October 2025 , 7:03:47 প্রিন্ট সংস্করণ

মেসির সঙ্গে কলকাতায় আসতে পারেন তার প্রিয় সতীর্থ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার
মেসির সঙ্গে কলকাতায় আসতে পারেন তার প্রিয় সতীর্থ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ভারতের ফুটবলপ্রেমীদের জন্য এ যেন স্বপ্নের ডিসেম্বর অপেক্ষা করছে। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বহুল প্রতীক্ষিত ভারত সফরের খবর তো আগেই নিশ্চিত হয়েছে। কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে আরও বড় চমক—শোনা যাচ্ছে, মেসির সঙ্গে কলকাতায় আসতে পারেন তার প্রিয় সতীর্থ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ও লুইস সুয়ারেজ এবং থাকতে পারেন বার্সা কিংবদন্তি ডেকোও। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

একটি আয়োজক সংস্থার ঘনিষ্ঠ সূত্রের বরাতে তারা জানিয়েছে, ডিসেম্বরের এই সফরকে ঘিরে ‘বার্সেলোনা পুনর্মিলন’-এর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। ‘আলোচনা চলছে এবং সম্ভাবনাও বেশ উজ্জ্বল। মেসির সঙ্গে আরও তিনজন তারকাকে কলকাতায় আনার চেষ্টা চলছে। একরকম বার্সেলোনা পুনর্মিলন ঘটানোর পরিকল্পনাই চলছে কলকাতায়,’ বলেন আয়োজকদের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র।

সূত্রটি আরও জানিয়েছে, ‘যদিও মেসি কলকাতা সফরের পর দিল্লি ও মুম্বাইয়েও যাবেন, নেইমার, সুয়ারেজ এবং ডেকো শুধুমাত্র কলকাতায়ই যোগ দেবেন।’

বিজ্ঞাপন

এই সফর শুধু ফুটবল নয়, হয়ে উঠতে চলেছে এক মহা সাংস্কৃতিক উৎসব। কলকাতার মঞ্চে ফুটবলের সঙ্গে মিশবে সংগীত ও তারকাখ্যাতি। জানা গেছে, কলকাতার আসরে থাকবেন স্থানীয় সংগীতশিল্পীরা, প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এবং টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেস।

অন্যদিকে, মুম্বাইয়ে মেসির সঙ্গে মঞ্চ ভাগ করবেন শচীন টেন্ডুলকার, হরভজন সিং ও গায়ক অরিজিৎ সিং। দিল্লির অনুষ্ঠানে আবার আলোচনায় আছেন বিরাট কোহলি, শুভমান গিল এবং দিলজিৎ দোসাঞ্জ।

যদিও আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে কলকাতার ফুটবল-উন্মাদ নগরে এমন এক বার্সেলোনা পুনর্মিলনের খবর ছড়িয়ে পড়তেই উৎসবের আবহ। লা লিগা যুগে মেসি-নেইমার-সুয়ারেজ ত্রয়ীর মহিমা এখনও ফুটবল ইতিহাসের অন্যতম সোনালি অধ্যায়। সেই ত্রয়ীকে আবার একসঙ্গে দেখা যাবে কি না, এখন সেটিই কোটি ভক্তের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে ডিসেম্বরেই কলকাতার মাটিতে দেখা মিলতে পারে এক অনন্য ফুটবল উৎসবের—যেখানে মঞ্চে থাকবে মেসি, নেইমার, সুয়ারেজ ও ডেকোর উপস্থিতি।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:39 PM পুলিশ সদস্যদের নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না 4:23 PM খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ফিজিওর মৃত্যু 4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি