বিনোদন

বলিউড আবার ফিরেছে ব্রিটেনে

  প্রতিনিধি 9 October 2025 , 2:27:40 প্রিন্ট সংস্করণ

বলিউড আবার ফিরেছে ব্রিটেনে
বলিউড আবার ফিরেছে ব্রিটেনে
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বুধবার (৮ অক্তোবর) মুম্বাইয়ে এসে ঘোষণা দিয়েছেন, বলিউড আবার ফিরেছে ব্রিটেনে। একই সঙ্গে ইয়াশ রাজ ফিল্মস ঘোষণা করেছে যে তারা ২০২৬ সাল থেকে যুক্তরাজ্যে তিনটি বড় বাজেটের বলিউড সিনেমা শুট করবে, যা দুই দেশের চলচ্চিত্র শিল্পের মধ্যে নতুন সহযোগিতার যুগ সূচনা করবে।

বিজ্ঞাপন

ডেডলাইনের প্রতিবদে জানা যায় এই ঘোষণা আসে স্টারমারের নেতৃত্বে এক বাণিজ্য সফরের সময়। এই সফরে ১০০-রও বেশি ব্রিটিশ উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয় উপাচার্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ নেন। উপস্থিত ছিলেন প্রখ্যাত নির্মাতা গুরিন্দর চাডা, ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের গভর্নর মনিকা চাডা ও অ্যান্ড্রু স্মিথ, যিনি পাইনেরউড স্টুডিওর কর্পোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টরও। আর এই সফরে এসে কিয়ার স্টারমার মুম্বাইয়ের ইয়াশ রাজ ফিল্মসের স্টুডিও পরিদর্শন করেছেন এ সময় তিনি বলিউড তারকা ও যশ রাজ পরিবারের সদস্য রানি মুখার্জির সঙ্গে তার সাক্ষাৎ হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে রানীর সাক্ষাতের বিভিন্ন ছবি ভাইরাল।

বাণিজ্যিক সম্পর্ক মজবুত করতে এই সফরে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট (বিএফআই) ও ভারতের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (এনএফডিসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট এক বিবৃতিতে জানায়, ইয়াশ রাজ ফিল্মসের তিনটি নতুন প্রজেক্ট যুক্তরাজ্যে ৩,০০০-এরও বেশি কর্মসংস্থান তৈরি করবে এবং এটি দেশটির অর্থনীতিতে আবদান রাখবে।

কিয়ার স্টারমার বলেন, বলিউড ফিরেছে ব্রিটেনে এটি কেবল বিনোদন নয়, এটি কর্মসংস্থান ও বিনিয়োগের নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এই অংশীদারিত্ব আমাদের বাণিজ্য চুক্তির সাফল্যের প্রতীক, যা প্রবৃদ্ধি বাড়াবে ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। ইয়াশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, যুক্তরাজ্য আমাদের হৃদয়ের খুব কাছের দেশ। আমাদের অনেক আইকনিক সিনেমা, বিশেষ করে দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে এখানেই শুট করা হয়েছিল। সেই সিনেমার ৩০ বছর পূর্তিতে আবারও ব্রিটেনে ফিরতে পারা আমাদের জন্য গর্বের।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি 8:42 AM জামায়াতসহ ৮ দলের বিক্ষোভ কর্মসূচি আজ