বিনোদন

কারিনার সঙ্গে প্রেম শুরুর গল্প বললেন সাইফ

  প্রতিনিধি 9 October 2025 , 1:49:38 প্রিন্ট সংস্করণ

সাইফ আলি খান ও কারিনা কাপুর খান
সাইফ আলি খান ও কারিনা কাপুর খান
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। এই দুই তারকার প্রেমকাহিনি যেন সিনেমার গল্পের মতোই। কিন্তু সাইফের ভাষায়, সবটা কিন্তু এত সহজ ছিল না।

সম্প্রতি কাজল ও টুইঙ্কেল খান্না সঞ্চালিত টক শো ‘টু মাচ’-এ হাজির হয়ে কারিনার সঙ্গে প্রেমের শুরুর দিনগুলোর গল্প বলেছেন সাইফ।

তিনি বলেন, “লাদাখে আমরা তখন ‘তাশন’ সিনেমার শুটিং করছিলাম। প্রতিদিন হাঁটতে বের হতাম, আর কারিনা নানা প্রশ্ন করত। তখন মনে হতো যেন পরীক্ষা চলছে-একটা টেস্ট আর ইন্টারভিউ একসঙ্গে! খুব পুরোনো দিনের মতো লেগেছিল।”

সাইফের কথার মাঝেই অক্ষয় কুমার বলেন, ‘স্ত্রী টুইঙ্কেল আর আমি একেবারে বিপরীত স্বভাবের। সে আগুন, আমি পানি।’

বিজ্ঞাপন

অক্ষয়ের কথা ধরে সাইফ হেসে বলেন, “এই বিষয়টা বাবা-মাকে (মুনসুর আলি খান ও শর্মিলা ঠাকুর) মনে করে দেয়। কারণ, বাবা একবার বলেছিলেন, ‘যখন মা বকাবকি করত, তখন তিনি চুপ করে থাকতেন। ভেতরে ভেতরে ভাবতেন, আমি এখন ক্রিকেট খেলছি।’ এতে মনোযোগ অন্যদিকে চলে যেত, ঝামেলা কমত!”

শেষ পর্যন্ত কারিনার সেই ‘ইন্টারভিউ’ পাস করেছিলেন সাইফ। তাদের প্রেমের সূচনা সেখান থেকেই। পরে ২০১২ সালে বিয়ের মাধ্যমে পূর্ণতা পায় তাদের সম্পর্ক। যদিও তাদের বিয়ে নিয়ে ধর্মভিত্তিক সমালোচনা উঠেছিল।

এ বিষয়ে সাইফের বোন সোহা আলি খান সম্প্রতি বলেন, ‘এমন বিয়েতে অনেক সমালোচনা হবে, অনেক অদ্ভুত কথা বলা হবে। তোমরা আমাদের একজনকে নিলে, আমরাও একজন নেব- এমন কথাও শোনা গেছে। কিন্তু আমরা জানতাম, এসব পেরিয়েই এগোতে হবে।’

বর্তমানে সাইফ ও কারিনা সুখী দম্পতি হিসেবে ১৩ বছর পার করছেন। তাদের দুই ছেলে তৈমুর ও জেহ বলিউডের সবচেয়ে জনপ্রিয় স্টারকিডদের মধ্যে অন্যতম।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি