অপরাধ

নাশকতা করতে গোপালগঞ্জ থেকে ঢাকায় এসে ধরা নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতা

  প্রতিনিধি 8 October 2025 , 4:48:45 প্রিন্ট সংস্করণ

গ্রেপ্তারকৃতরা: সংগৃহীত ছবি
গ্রেপ্তারকৃতরা: সংগৃহীত ছবি
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৭ নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের দাবি, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ঢাকায় এসেছিলেন তারা।

মঙ্গলবার (০৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৪ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (০৮ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- ছাত্রলীগ নেতা চঞ্চল মিয়া ওরফে এনায়েত করিম চঞ্চল (৩৫), ছাত্রলীগ নেতা রাশিদুল ইসলাম রন্টি (২৭), আওয়ামী লীগ কর্মী মো. হান্নান মিয়া (৫০), ছাত্রলীগ নেতা শাহিদ কাজী (২২), ছাত্রলীগ নেতা রাজীব শিকদার (১৯), ছাত্রলীগ নেতা রায়হান পাইক (২১), ছাত্রলীগ নেতা রবিউল মিয়া (২১), মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার মধ্যপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ইসলাম বেপারী (৪৫), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজুল হক (৪২), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার পৌর যুবলীগের ৬ নং ওয়ার্ডের সহ-সভাপতি মো. গোলাম মোহাম্মদ সুজন (৫০) ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ সম্পাদক রাকিব হোসেন জমাদার (৩১)।

ডিবি জানিয়েছে, মঙ্গলবার রাত ১০ টার দিকে ডিবি রমনা বিভাগের একটি টিম হাতিরপুল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে চঞ্চল মিয়া, রাশিদুল ইসলাম রন্টি, মো. হান্নান মিয়া, শাহিদ কাজী, রাজীব শিকদার, রায়হান পাইক ও রবিউল মিয়াকে গ্রেপ্তার করে। তারা গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে ঢাকায় এসে লোকজন সংগ্রহ করত এবং বিভিন্ন ঝটিকা মিছিলে অংশগ্রহণ করতো। এছাড়াও তারা গোপনে বিভিন্ন দলীয় কার্যক্রম পরিচালনা করতো।

ডিবি আরও জানিয়েছে, এছাড়াও রাত পৌনে ১০টার দিকে ডিবি ওয়ারী বিভাগ ওয়ারী থানার হাটখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে মো. ইসলাম বেপারীকে ও রাত ৯টার দিকে ডেমরা থানা এলাকা থেকে মো. মাহফুজুল হককে গ্রেপ্তার করে। অপরদিকে রাত সাড়ে ৯টার দিকে ডিবি মিরপুর বিভাগের একটি টিম শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে মো. গোলাম মোহাম্মদ সুজনকে গ্রেপ্তার করে। এছাড়াও বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে রাকিব হোসেন জমাদারকে গ্রেপ্তার করেছে ডিবি-গুলশান বিভাগ।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক 11:46 AM ব্যাংক এশিয়াকে ৩০ লাখ টাকা জরিমানা 11:09 AM তামিমকে অধিনায়ক করে দল ঘোষণা 10:59 AM মেট্রোরেল দুর্ঘটনায় নিহত কালামের দাফন সম্পন্ন 9:03 AM ভেনেজুয়েলার আরও কাছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা 8:52 AM গাজায় মৃত্যুফাঁদ, ধ্বংসস্তূপে লুকিয়ে হাজার হাজার টন অবিস্ফোরিত বোমা 8:46 AM বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ‘মন্থা’, বাতাসের গতিবেগ ৬০ কিমি