• খেলা

    বিসিবি পরিচালক নির্বাচিত হলেন খালেদ মাসুদ পাইলট

      প্রতিনিধি 6 October 2025 , 6:30:04 প্রিন্ট সংস্করণ

    ক্যাটাগরি-৩ থেকে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালকে হারিয়ে পরিচালক হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক
    ক্যাটাগরি-৩ থেকে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালকে হারিয়ে পরিচালক হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। ক্যাটাগরি-৩ থেকে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পালকে হারিয়ে পরিচালক হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

    জানা গেছে, এই ক্যাটাগরিতে ৪৫ জন কাউন্সিলরের মধ্যে ভোট দিয়েছেন ৪৩ জন। যাদের মধ্যে ৫ জন ই-ভোট এবং ৩৭ জন সশরীরে ভোট দিয়েছেন। যেখানে খালেদ মাসুদ পেয়েছেন ৩৫ ভোট। আর দেবব্রত পাল ৭ ভোট পেয়েছেন। বাকি একটি ভোট বাতিল হয়েছে।

    বিজ্ঞাপন

    বিসিবিতে মোট ২৫ জন পরিচালকের মধ্যে তিনটি ক্যাটাগরি থেকে আসেন ২৩ পরিচালক। ক্যাটাগরি-১–এ সাতটি বিভাগীয় ক্রিকেট সংস্থা থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ঢাকা মহানগরের ক্লাবগুলোর প্রতিনিধিদের মধ্যে থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩–এ সাবেক অধিনায়ক, ক্রিকেটার ও কয়েকটি সংস্থার প্রতিনিধিদের মধ্য থেকে ১ জন পরিচালক নির্বাচিত হন। আর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে সরাসরি আরও দুজন পরিচালক মনোনীত হন।

    ক্যাটাগরি ৩-এর সাবেক ক্রিকেটার হিসেবে কাউন্সিলর মনোনীত হয়েছিলেন পাইলট। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সিলর মনোনয়ন পেয়েছিলেন দেবব্রত পাল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দীন মো. আলমগীর আগেই মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

    এই ক্যাটাগরিতে সাবেক ক্রিকেটাররা ছাড়াও বিভিন্ন সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভোট দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পাঁচজন কাউন্সিলর এই ক্যাটাগরিতে ভোট দিয়েছেন। তাদের ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    10:52 AM বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ 10:37 AM ইরান যুদ্ধের জন্য প্রস্তুত 9:56 PM ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী 9:52 PM দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের, ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা 9:00 PM ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়: বিসিবি 8:36 PM এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন 8:09 PM নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা 7:48 PM বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা 7:27 PM ইরানে সরকারের পক্ষে রাজপথে লাখো মানুষের ঢল 7:09 PM দুদকে তদন্তকাজের গতিশীলতায় ১৫ বিশেষ টিম গঠন