খেলা

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

  প্রতিনিধি 6 October 2025 , 4:49:23 প্রিন্ট সংস্করণ

এরই মধ্যে ই-ব্যালটে ভোট প্রদান করেছেন ৫৮ কাউন্সিলর। সভাপতি নির্বাচনের জন্য নিজেদের ভোট প্রয়োগ করছেন নির্বাচিত পরিচালকরা।
এরই মধ্যে ই-ব্যালটে ভোট প্রদান করেছেন ৫৮ কাউন্সিলর। সভাপতি নির্বাচনের জন্য নিজেদের ভোট প্রয়োগ করছেন নির্বাচিত পরিচালকরা।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ক্রীড়া প্রতিবেদক

রাজধানীর একটি স্থানীয় হোটেলে বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন আজ সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পরে সবাই ভেবেছিলেন বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি নির্বাচন হবে এবার। কিন্তু কদিন যেতেই সবকিছুতে আলোচনায় যেন ভাটা পড়ে যায়। অনিয়মের অভিযোগ তুলতে শুরু করেন তামিম। শেষ পর্যন্ত নির্বাচন থেকেই সরে দাঁড়ান তিনি।

মোট ভোটার কাউন্সিলর ১৯১ জন হলেও ৪৮ ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে আগেই। মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ক্লাব ক্যাটাগরিতে ১৬ প্রার্থীর মধ্য থেকে নির্বাচিত হবেন ১২ পরিচালক। যদিও গেল রাতে ভোট বর্জন করেছেন ক্লাব ক্যাটাগরির আরেক প্রার্থী ফায়জুর রহমান ভূইয়া।

সরাসরি ভোট অনুষ্ঠিত হবে ৯৮ কাউন্সিলের। এরই মধ্যে ই-ব্যালটে ভোট প্রদান করেছেন ৫৮ কাউন্সিলর। সভাপতি নির্বাচনের জন্য নিজেদের ভোট প্রয়োগ করছেন নির্বাচিত পরিচালকরা।

পরিচালনা পর্ষদের নির্বাচন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে। আজকেই সন্ধ্যায় ফলাফল ঘোষণা করার কথা।

সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এরপর রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে দেশের সব জেলায় ক্রিকেট ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন বিসিবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম বুলবুল।

বিজ্ঞাপন

নির্বাচনী প্রচারণার সময় আনন্দদায়ক অভিজ্ঞতা অর্জন করেছেন বলে জানান বুলবুল। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ক্রিকেটের উন্নয়ন করা। আমি ঢাকা বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বীতা করছি এবং ঢাকায় ১৭টি জেলা আছে।’

তিনি আরও বলেন, ‘একটি জেলা কিশোরগঞ্জ। আমি যখন সেখানে ভোট চেয়েছিলাম আমি দেখেছিলাম যে তারা ক্রিকেট নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাদের স্বপ্ন ও পরিকল্পনা হল আশ্চর্যজনক।’

বুলবুল আরও বলেন, ‘আমরা যদি এটি আরও ১৬টি জেলায় ছড়িয়ে দিতে পারি, পরে ৬৪টি জেলায়, ক্রিকেট আরও উচ্চতায় পৌঁছে যাবে। আমি মনে করি আমরা এখনও আমাদের ক্রিকেটের শক্তি জানি না, বিশেষ করে তৃৃণমূল পর্যায়ে।’

বিসিবি নির্বাচনকে ঘিরে ভালো প্রচার দেখেছেন বুলবুল। যা তাকে অবাক করেছে। তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন সেরা নির্বাচন। যেদিন বাংলাদেশ দু’টি ম্যাচ জিতেছিল- আফগানিস্তানের সাথে টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নারী দলের জয়। ঐ দিন বিসিবি নির্বাচনের খবর বড় হয়ে ওঠে।’

ক্যাটাগরি ১ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ঢাকা, চট্টগ্রাম ও খুলনার ২ পরিচালক। বরিশাল ও সিলেট থেকেও নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ক্যাটাগরি ১-এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজশাহী ও রংপুর বিভাগে। আর ক্লাব ও ক্যাটাগরি ২-এ প্রতিদ্বন্দ্বিতা হবে প্রার্থীদের মাঝে।

এই নির্বাচন পেছাতে ৪৮টি ক্লাবের পক্ষ থেকে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারস কম চেষ্টা করেনি। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে আলাপ-আলোচনার পর নিজেদের দাবি-দাওয়া না আদায় করতে পারায় গতকাল তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারক লিপিও পাঠিয়েছিল। বিসিবি কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত স্মারক লিপিতে মোট তিনটি দাবির কথা জানায় তারা।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:23 PM খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ফিজিওর মৃত্যু 4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫