• আন্তর্জাতিক

    তুষারঝড়ে এভারেস্টে আটকা শত শত পর্বতারোহী, কয়েক শ জনকে উদ্ধার

      প্রতিনিধি 6 October 2025 , 10:02:47 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের প্রত্যন্ত তিব্বত অংশে ভয়াবহ তুষারঝড়ের কবলে আটকা পড়া প্রায় এক হাজার মানুষের মধ্যে কয়েক শতজনকে উদ্ধার করা হয়েছে।

    গত শুক্রবার রাত থেকে শুরু হয়ে শনিবার সারাদিন প্রবল তুষারপাত চলতে থাকে। পর্বতটির পূর্ব ঢালের কাছে ৪ হাজার ৯০০ মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্পগুলোতে পর্যটক, কর্মী ও পর্বতারোহী মিলিয়ে প্রায় এক হাজার মানুষ আটকা পড়েছিলেন। প্রবল তুষারপাতের কারণে এই এলাকার পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

    আটকে পড়াদের কাছে পৌঁছানোর জন্য শত শত স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকর্মীকে রাস্তা থেকে বরফ সরানোর কাজে নিয়োজিত করা হয়।

    বিজ্ঞাপন

    চীনের সেন্ট্রাল টিভি (সিসিটিভি) জানিয়েছে, রোববার পর্যন্ত ৩৫০ জন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে এবং তাঁরা নিরাপদে কুডং শহরে পৌঁছেছেন। এছাড়াও, আরো ২০০ জনের বেশি পর্বতারোহীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাঁরা ধাপে ধাপে কুডং শহরে পৌঁছবেন বলে জানানো হয়েছে।

    এই ঘটনার পর স্থানীয় টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি এভারেস্ট ভ্রমণের টিকিট বিক্রি ও প্রবেশ শনিবার রাত থেকে বন্ধ রেখেছে।

    এদিকে, তিব্বতের দক্ষিণে অবস্থিত নেপালেও ভারি বৃষ্টিতে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত নেপালে অন্তত ৪৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক সড়কপথ বন্ধ হয়ে গেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:39 PM গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান 7:01 PM মানবতাবিরোধী অপরাধ: শেখ হাসিনার মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ 6:41 PM জাতীয় সংসদ নির্বাচন: চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন 6:40 PM আফগানিস্তানের দায়িত্ব নিতে বিপিএল ছাড়লেন ঢাকার কোচ 6:21 PM ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত অন্তত ২ হাজার 6:01 PM আইসিসির সাথে ভিডিও কনফারেন্স বিসিবির, যে সিদ্ধান্ত জানালো বোর্ড 5:58 PM জেনে নিন-মটরশুঁটি খাওয়ার উপকারিতা 5:47 PM ‘স্বপ্নের’ প্রাসাদ বিক্রি করছেন রোনালদো 5:31 PM বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি 5:22 PM ২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ