আন্তর্জাতিক

দার্জিলিংয়ে রাতভর বৃষ্টি ও ভূমিধসে নিহত ১৪, ঝুঁকিতে বাংলাদেশও

  প্রতিনিধি 5 October 2025 , 2:03:51 প্রিন্ট সংস্করণ

পশ্চিমবঙ্গে ভয়াবহ বন্যার চিত্র। ছবি: সংগৃহীত
পশ্চিমবঙ্গে ভয়াবহ বন্যার চিত্র। ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

রাতভর ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলে। বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, মহানন্দা, তোর্সা ,জলঢাকা নদী। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। ইতিমধ্যে বৃষ্টি ও ধসজনিত কারণে অঞ্চলজুড়ে হতাহতের খবরও পাওয়া গেছে। মিরিক ও সুখিয়াপোখরিতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ভারী বৃষ্টির জেরে ধস নেমেছে পাহাড়ের একাধিক জায়গায়। বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বন্ধ রয়েছে জাতীয় সড়ক। ফলে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ দার্জিলিং ও সিকিমের। ভেঙে পড়েছে মিরিকের দুধিয়া সেতু। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার।

শনিবার রাতভর ভারী বর্ষণ হয় রাজ্যের উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে। মহানন্দা নদীর পাশে ভেসে গেছে বাঁধ। ধসের জেরে দার্জিলিং-সিকিম মূল রাস্তা ১০ নম্বর জাতীয় সড়ক ও শিলিগুড়ি-দার্জিলিং মূল রাস্তা ৫৫ নম্বর জাতীয় সড়ক বন্ধ।বন্ধ দার্জিলিং-কালিম্পং এবং শিলিগুড়ি থেকে কালিম্পং সংযোগকারী সব রাস্তা।দুধিয়া ব্রিজ ভেঙে যাওয়ায় শিলিগুড়ির সঙ্গে মিরিকের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মিরিকের সৌরেনি এলাকায় ধসে মৃত্যু হয়েছে ২ শিশুর। এখনও চার জন ধসে আটকা পড়েছে বলে জানা গেছে। তাদের উদ্ধারে তৎপরতা চলছে। এমন পরিস্থিতিতে দুর্যোগপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে রাজ্য দুর্যোগ মোকাবিলা দল (এসডিআরএফ), জাতীয় দুর্যোগ মোকাবিলা দল (এনডিআরএফ)। তবে বৃষ্টিপাতের ফলে সেই কাজ বারবার ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

পাহাড়ে আচমকা সৃষ্ট দুর্যোগের জেরে দার্জিলিংয়ের সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখতে বাধ্য হয়েছে প্রশাসন। এমন অবস্থায় বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটক। এই মুহূর্তে পর্যটকদের দার্জিলিংয়ে না আসার পরামর্শ দিয়েছেন দার্জিলিং জেলার পুলিশ সুপার প্রবীণ প্রকাশ।

এদিকে সমতলে শিলিগুড়ির পোড়াঝাড়ে বাঁধ ভেঙে জল ঢুকে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ভয়ানক রূপ নিয়েছে ফুলবাড়ির মহানন্দা ক্যানেল। নেপাল সীমান্ত সংলগ্ন গলগলিয়া প্লাবিত হয়েছে, রেকর্ড বৃষ্টি হয়েছে হাসিমারায়। আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে, সকাল ৮টা পর্যন্ত ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ১১৮ মিটার উপর দিয়ে বইছে তোর্সা নদীর পানির স্তর, জারি করা হয়েছে লাল সতর্কতা।

ভারী বৃষ্টিপাত ও পার্শ্ববর্তী রাষ্ট্র ভুটান থেকে নেমে আসা পানির কারণে বিপর্যস্ত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার জেলাও। জলপাইগুড়িতে একরাতে ১৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এই বছর রেকর্ড বৃষ্টি। অন্যদিকে ভুটান থেকে নেমে আসা জলের তোড়ে জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ইতোমধ্যেই পানির তলায় চলে গিয়েছে অন্তত ৫০০টি বাড়ি।

জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার উমেশখান্ড বাহালে জানিয়েছেন, জলমগ্ন এলাকাগুলোতে উদ্ধার কাজ চলছে। পুলিশ, দুর্যোগ মোকাবিলা টিম এবং স্থানীয় প্রশাসন সকলে মিলে একযোগে কাজ করছে।

ভুটান সরকার জানিয়েছে, সেখানকার ওয়াং নদীর টালা জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে, আর তাই বাঁধ খুলে দেয়া সম্ভব হচ্ছে না। ফলে বাঁধ ভাঙার আশঙ্কা দেখা দিয়েছে। এমনটি হলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভেসে যেতে পারে।

এদিকে পশ্চিমবঙ্গ, ভুটানে ভারী বৃষ্টির জেরে ভয়াবহ বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে বাংলাদেশেও। পশ্চিমবঙ্গের সেচ বিভাগ জানিয়েছে, ভয়ংকর পানির চাপ কমাতে শুধুমাত্র তিস্তার গজলডোবা ব্যারেজ থেকে ঘণ্টায় ২ লক্ষ কিউসেক পানি ছাড়তে বাধ্যহচ্ছে ব্যারাজ কর্তৃপক্ষ। শনিবার ভোর ৪টা থেকে বেলা ১১টা পর্যন্ত ব্যারেজ থেকে ১১ লাখ ৬০ হাজারেরও বেশি কিউসেক পানি ছাড়া হয়।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস