• আন্তর্জাতিক

    গাজা শহরের প্রধান রাস্তা বন্ধ, প্রয়োজনে বের হওয়া মানুষদের ফেরতে বাধা

      প্রতিনিধি 2 October 2025 , 9:26:59 প্রিন্ট সংস্করণ

    - গাজা শহর থেকে প্রয়োজনে বের হওয়া মানুষদের ফেরতে বাধা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজার প্রধান সড়কে অবস্থান নিয়েছে। অপরদিকে, শহর ছাড়তে বাধ্য হওয়া মানুষদের ফেরত আসতে বাধা দিচ্ছে সৈন্যরা। এ ছাড়াও গাজা উপত্যকার প্রধান প্রবেশপথ বন্ধ করে দিয়েছে দখলদার বাহিনী। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিদেশি গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে আরও বলা হয়, শহরের দক্ষিণ দিকে ইসরায়েলি বাহিনী রাস্তা কেটে সেখানে বালুর বস্তা ফেলে ও ট্যাঙ্ক বসিয়ে ব্যারিকেড তৈরি করেছে। যারা খাদ্য সংগ্রহের জন্য শহরের বাইরে গিয়েছেন, তাদের আর ফেরার অনুমতি দেয়া হচ্ছে না।

    বিজ্ঞাপন

    ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গালান্ত এক বিবৃতিতে জানান, ‘গাজা শহরে পূর্ণ সামরিক অভিযান চালানোর প্রক্রিয়ায় এটাই শেষ সুযোগ, যাতে বাসিন্দারা দক্ষিণে সরে যেতে পারেন এবং হামাস যোদ্ধাদের সাধারণ মানুষ থেকে আলাদা করা যায়’। যারা চলে যাবেন, তাদের সামরিক বাহিনী যাচাই-বাছাই করবে।

    অপরদিকে, মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের কথা জানায় হোয়াইট হাউস। যার অধীনে গাজায় একটি অস্থায়ী টেকনোক্র্যাট সরকার গঠন হবে। আর ইসরায়েল এই উপত্যকাকে সংযুক্ত করবে না। কাউকে গাজা ছেড়ে যেতে বাধ্য করা হবে না। গাজা উপত্যকা পুনর্নির্মাণ করা হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:52 PM নির্বাচনের আগে একের পর এক হত্যাকাণ্ড, বাড়ছে আতঙ্ক ও উদ্বেগ 10:06 PM নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা, জানাল প্রেস উইং 9:52 PM বাবার হোটেলের কর্মচারী মিলনের হাতেই খুন হন শিক্ষার্থী নিলি 8:10 PM শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ ও প্রচারণা নিষিদ্ধ: ঢাকা বিভাগীয় কমিশনার 7:52 PM মিয়ানমার থেকে আসা গুলিতে আহত শিশু’র অবস্থা আশঙ্কাজনক 7:15 PM ‘ইরানের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ১০৯ সদস্য নিহত’ 7:00 PM দ্বিতীয় দিনে ৫৭ জনের আপিল মঞ্জুর করেছে ইসি 6:49 PM ‘সব ইইউ পর্যবেক্ষক নিরপেক্ষ মতামতের জন্য দায়বদ্ধ’ 6:29 PM প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ 6:22 PM বড় পরিবর্তন আসছে আমদানি নীতি আদেশে, খসড়া প্রস্তুত