প্রতিনিধি 2 October 2025 , 7:34:40 প্রিন্ট সংস্করণ

ঢাকা-নবাবগঞ্জ উপজেলার একটি মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াত নেতার বিরুদ্ধে, ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ করেছেন তার মা। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেন ওই অভিভাবক। পরিবারের দাবি সপ্তম শ্রেণির ওই ছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। লজ্জা, ভয় ও আতঙ্কে সে আরও অসুস্থ হয়ে পড়েছে। অভিযুক্তর নাম মোহাম্মদ আলী। তিনি বাগমারা আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ এবং নবাবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি।

অপরদিকে, অভিযোগটিকে সাজানো ও উদ্দেশ্যমূলক বলে উল্লেখ করেছেন মোহাম্মদ আলী। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে মিথ্যা ঘটনা সাজানো হয়েছে। এ ছাড়া আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে একটি মহল পরিকল্পিতভাবে ইন্ধন জোগাচ্ছে।’ এ বিষয়ে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, ওই ঘটনায় লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
লিখিত বক্তব্যে শিক্ষার্থীর মা জানান, ‘২৩ সেপ্টেম্বর তার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন মোহাম্মদ আলী। এ সময় ওই কিশোরীকে ছুরি দেখিয়ে এ কথা কাউকে না বলতে ভয় দেখানো হয়। পরে ৩০ সেপ্টেম্বর ওই ছাত্রী মাদ্রাসায় গেলে দুপুরে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে নবাবগঞ্জের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে মানসিকভাবে আরও বেশি অসুস্থ হলে বুধবার (১ অক্টোবর) দুপুরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়’।
তার দাবি, ‘মেয়ে ভয়ে কথাও বলতে পারছে না। মানুষ দেখলেই আঁতকে উঠছে’। কথা বলার একপর্যায়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, প্রভাবশালী ওই জামায়াত নেতার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না জানেন না। তবু দ্রুত অধ্যক্ষ পদ থেকে তার অপসারণ ও শাস্তির দাবি করেছেন।