প্রতিনিধি 1 October 2025 , 11:51:13 প্রিন্ট সংস্করণ

আইএল টি-টোয়েন্টিতে নিলামের আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। এবার নিলামে দল পেলেন আরো দুই বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ।
আজ (১ অক্টোবর) আইএল টি-টোয়েন্টির নিলাম অনুষ্ঠিত হচ্ছে। যেখানে প্রথম ডাকে অবিক্রিত ছিলেন সাকিব। তবে দ্বিতীয় ডাকে তাকে দলে নিয়েছে দলে নিয়েছে এমআই এমিরেটস। ৪০ হাজার ডলারে তাকে দলে নেওয়া হয়েছে।

এ ছাড়া তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। ৮০ হাজার ডলারে এই পেসারকে দলে ভিড়িয়েছে শারজাহ।
নিলাম থেকে ১৩ জন করে মোট ৭৮ জন ক্রিকেটার নিতে পারবে দলগুলো। নিলামে সবমিলিয়ে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে পারবে প্রত্যেকটি দল।
গত বছর আইপিএলের শেষদিকে মিচেল স্টার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছিল মুস্তাফিজুর রহমানকে। এবার তাকে একই ফ্র্যাঞ্চাইজির মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে খেলতে দেখা যাবে।