খেলা

এনসিএল টি-টোয়েন্টিতে চট্টগ্রামের বড় জয়

  প্রতিনিধি 1 October 2025 , 4:34:21 প্রিন্ট সংস্করণ

বুধবার বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম বিভাগ
বুধবার বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম বিভাগ
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

ক্রীড়া প্রতিবেদক

সিলেটে চলমান জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি-টোয়েন্টিতে চট্টগ্রামের জয়রথ ছুটছেই। বুধবার বরিশাল বিভাগকে ৮ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে চট্টগ্রাম বিভাগ।

জয়ের নায়ক মাহমুদুল হাসান জয়ের হাফ সেঞ্চুরি এবং মেহেদী হাসান রানার দারুন বোলিংয়ে বরিশালকে হারানোর পর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দলটি। চার ম্যাচে এটি চট্টগ্রামের তৃতীয় জয়। অপরদিকে
পরাজয়ের বৃত্তে থাকা বরিশাল আছে একদম তলানীতে।

বিজ্ঞাপন

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বরিশাল বাহাতি পেসার রানার বোলিং তোপের মুখে পড়ে। দশ ওভারের মধ্যে ফিরে যান দলটির ওপেনার রাফসান আল মাহমুদ ও ইফতিখার হোসেন ইফতি। বড় কোন পার্টনারশিপ গড়তে না পারায় ১২৮ রানে থামতে হয় বরিশালকে। জবাবে চট্টগ্রাম ১৬.৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়৷

বরিশালের ব্যাটসম্যান ইফতেখার হোসেন ইফতি সর্বোচ্চ ৩৩ রান করেন এছাড়া ফজলে মাহমুদ ২৬, সোহাগ গাজী ১৮ রান করেন। চট্টগ্রামের পেসার মেহেদী হাসান রানা ২২ রানে ৩ উইকেট নেন। ২ উইকেট পেয়েছেন স্পিনার হাসান মুরাদ।

জবাবে আগের ম্যাচে ঢাকা মেট্রোর বিপক্ষে ৭১ রান করা মাহমুদুল হাসান জয় ৬টি চার ও ৫টি ছক্কায় ৪৮ বলে ৭৮ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। জয় বাদে রান পেয়েছেন অভিজ্ঞ মমিনুল হক ও সৈকত আলী। ওপেনিং জুটিতে ৪৩ রান তোলে চট্টগ্রাম। ১১ বলে ২২ রান করা মমিনুলকে বোল্ড করে থামান স্পিনার সোহাগ গাজী।

দলীয় ৬৬ রানের মধ্যে শাহাদাত হোসেন দিপুও ফিরে যান। তারপর আর কোনো উইকেট হারায়নি চট্টগ্রাম। ২৮ বলে ২৩ রান তুলে অপরাজিত থাকেন সৈকত আলী। ম্যাচসেরা হন জয়ের নায়ক মাহমুদুল হাসান জয়।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
4:23 PM খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ফিজিওর মৃত্যু 4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭ 3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫