বিনোদন

সম্পর্কে সাহস খুবই গুরুত্বপূর্ণ: বলিউড অভিনেতা অনুপম খের

  প্রতিনিধি 1 October 2025 , 5:28:03 প্রিন্ট সংস্করণ

- বলিউড অভিনেতা অনুপম খের। ছবি: সংগৃহীত।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

যার অভিনয়শৈলী যুগ যুগ ধরে দর্শক হৃদয় জয় করে চলেছে। তিনি বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। সিনেমার পর্দায় যিনি অসংখ্য চরিত্রে প্রাণ দিয়েছেন। ঠিক তেমনই বাস্তব জীবনেও এই অভিনেতা অনন্য উজ্জ্বল-একজন স্বামী। এমন বক্তব্য খোদ অভিনেত্রী থেকে রাজনীতিক বনে যাওয়া কিরণ খের দিয়েছেন। যার সঙ্গে অভিনেতা দাম্পত্যজীবনের ৪০ বছর পার করেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুপম খের বলেন, কিরণ আর আমি সবসময় একসঙ্গে ছিলাম না। সে ১০ বছর এমপি ছিল, তাই ও যেত-আসত। তিনি বলেন, আমি তখন আমেরিকায় নিউ অ্যামস্টারডম নামে একটি সফল শো করছিলাম, যার ৩ টি সিজনের এক্সটেনশনও পেয়েছিলাম। তৃতীয় সিজন শুরু করার সময় জানতে পারি-কিরণ মাল্টিপল মায়েলোমায় আক্রান্ত। তখনই আমার প্রথম প্রতিক্রিয়া ছিল-আমার ওর পাশে থাকা উচিত।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি ডাক্তার নই, কিন্তু আমি বলেছিলাম-তবু আমি আসব। ও বলেছিল-এসো। স্বাভাবিকভাবেই ও বিধ্বস্ত ছিল। কারণ এই শব্দটাই ভয়ঙ্কর। আমি বলেছিলাম-না, আমি এই শো ছেড়ে দেব। মানুষকে চেনা যায় তার কঠিন সময়ে নেওয়া সিদ্ধান্ত দিয়ে, ভালো সময়ে নয়। তখনই চরিত্রের আসল রূপ প্রকাশ পায়, তখনই বোঝা যায় আপনি কতটা দৃঢ়। কেউ জানে না, আমি এ পরিস্থিতিতে কীভাবে আচরণ করব।

অনুপম খের বলেন, সম্পর্কে সাহস খুবই গুরুত্বপূর্ণ। কারণ সাহসই ঠিক করে আপনি কী সিদ্ধান্ত নেবেন। পেশাগতভাবে, ওই শো-তে থাকা আমার জন্য বিশাল ব্যাপার ছিল। আর্থিকভাবে, সেটিও বড় সিদ্ধান্ত ছিল। আমার স্বপ্ন ছিল, আন্তর্জাতিক অভিনেতা হওয়া এবং ওই শো তা পূরণ করতে পারত। কিন্তু আমার কাছে ফিরে আসা ছিল আরও গুরুত্বপূর্ণ। আমি ফিরে এসে শুধু ওর পাশে বসে থাকিনি, এটা এমন কিছু যা একজন স্বামী হিসেবে করা উচিত বলে জানান অভিনেতা।

উল্লেখ্য, বলি বাদশাহ শাহরুখ খান, অভিনেত্রী রানী মুখার্জি, শাহেনশাহ অমিতাভ বচ্চনের মতো বলিউডের প্রায় সব মহাতারকার সঙ্গে কাজ করেছেন তিনি। তবু অনুপম খেরের জীবনের সবচেয়ে হৃদয়স্পর্শী চরিত্রটি ছিল-কিরণ খেরের পাশে একজন জীবনসঙ্গী হয়ে দাঁড়িয়ে থাকা।

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
3:04 PM জাস্টিন ট্রুডো ও কেটি পেরির নতুন ভিডিও ভাইরাল 2:52 PM যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত ভারতের ৫০ তরুণ 2:37 PM মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নির্ণয়ে হাইকোর্টে রিট 2:15 PM ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১ 1:56 PM ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করবে 1:42 PM বিসিবির চাকরি ছাড়লেন ফিটনেস ট্রেনার নাথান কেলি 1:13 PM সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ 12:56 PM ডাকসু নেতাদের আচরণ নিয়ে ছাত্রদলের নাছিরের স্ট্যাটাস 12:30 PM পাকিস্তানে ‘নিষিদ্ধ’ সালমান খান! 11:57 AM উত্তরা–মতিঝিল মেট্রোরেল চলাচল স্বাভাবিক