প্রতিনিধি 30 September 2025 , 3:55:07 প্রিন্ট সংস্করণ

সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে পাকিস্তান হেরে যাওয়ার একদিন পর কঠিন পদক্ষেপ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এখন থেকে দেশের বাইরে কোনো বিদেশি টি টোয়েন্টি লিগে খেলতে পারবে না দেশটির ক্রিকেটাররা। ইতোমধ্যে যাদের অনাপত্তিপত্র দেয়া হয়েছিল তা স্থগিত করে দিয়েছে পিসিবি। ক্রিকইনফো
সোমবার (২৯ সেপ্টেম্বর) ক্রিকেটার ও তাদের এজেন্টদের এই সিদ্ধান্ত জানিয়ে বার্তা পাঠিয়েছেন পিসিবি চিফ অপারেটিং অফিসার সুমাইর আহমেদ সৈয়দ।
ক্রিকইনফো জানিয়েছে, পিসিবির ওই বার্তা তাদের হস্তগত হয়েছে। যেখানে লেখা আছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশের বাইরের লিগ খেলতে পারবেন না ক্রিকেটাররা।

আরও বলা হয়েছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির অনুমোদনক্রমে ক্রিকেটারদের বিভিন্ন লিগ ও বিদেশে অনুষ্ঠিত অন্যান্য টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দেয়া সব অনাপত্তি (এনওসি) পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখা হলো।
হঠাৎ পিসিবির এমন সিদ্ধান্তের আসল কারণ জানা যায়নি। এই সিদ্ধান্ত কতদিন বহাল থাকবে সেই ব্যাপারেও পরিষ্কার করে কোনো কথা বলা নেই সেই চিঠিতে।
জানা যায়, সামনের বিগব্যাশে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিসহ পাকিস্তানের সাত ক্রিকেটারের খেলার কথা রয়েছে। এছাড়াও আইএল টি টোয়েন্টির নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছে পাকিস্তানের ১৮ ক্রিকেটার।