অন্যান্য

দুর্গাপূজা উপলক্ষে এক সপ্তাহ পেছাল এনবিআরের নিয়োগ পরীক্ষা

  প্রতিনিধি 28 September 2025 , 12:50:19 প্রিন্ট সংস্করণ

লিখিত পরীক্ষা আগামী ৩ অক্টোবর হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী তা অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর।
লিখিত পরীক্ষা আগামী ৩ অক্টোবর হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী তা অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর।
বিজ্ঞাপন
Main Banner Ads For Captains TV

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিনটি পদে নিয়োগ পরীক্ষা এক সপ্তাহ পিছিয়েছে। উচ্চমান সহকারী, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষা আগামী ৩ অক্টোবর হওয়ার কথা থাকলেও নতুন সূচি অনুযায়ী তা অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর।

রোববার সকালে এনবিআরের প্রথম সচিব (বোর্ড প্রশাসন) ও নিয়োগ কমিটির সদস্য সচিব জাহিদ নেওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা কেন্দ্র শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বন্ধ থাকবে। এ কারণে নির্ধারিত সময় পরিবর্তন করে নতুন তারিখ ঠিক করা হয়েছে। আগামী ১১ অক্টোবর বিকাল ৩টা থেকে ঘণ্টাব্যাপী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই দিন একই সময়ে কম্পিউটার অপারেটর এবং ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে লিখিত পরীক্ষাও নেওয়া হবে। এ দুই পদের প্রিলিমিনারি পরীক্ষা গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছিল। সেদিনই ফলাফল প্রকাশ করা হয় এবং লিখিত পরীক্ষার সূচি জানানো হয়।

উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে দেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও খবর

Sponsered content

বিজ্ঞাপন
সর্বশেষ সংবাদ
6:03 PM শাপলা প্রতীক পাচ্ছেনা এনসিপি 5:55 PM টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ 5:45 PM গতি কমল মেট্রোরেলের 5:28 PM থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ একাদশ 5:20 PM প্রতি আসনে একাধিক প্রার্থী প্রস্তুত রাখছে বিএনপি 4:56 PM এক লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান 4:39 PM পুলিশ সদস্যদের নিজেকে রাজনৈতিক কর্মী ভাবা যাবে না 4:23 PM খুলনা জেলা স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন ফিজিওর মৃত্যু 4:18 PM ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু ভর্তি ৯৮৩ 4:01 PM জামালপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংর্ঘষে নিহত ৩, আহত ৭