• খেলা

    নেপালের জালে বাংলাদেশের ৪ গোল

      প্রতিনিধি 18 September 2025 , 11:46:58 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে বড় জয় পেয়েছে বাংলাদেশ। আসরে নিজেদের প্রথম ম্যাচেই নেপালকে ৪–০ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

    বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

    বাংলাদেশের হয়ে চারটি গোল করেছেন সাব্বির ইসলাম, অপু রহমান, আরিফ ও মানিক। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে বাংলাদেশ।

    বিজ্ঞাপন

    ম্যাচের ৩০তম মিনিটে নাজমুলের কর্নার থেকে উড়ে আসা বল কোনোমতে রুখলেও বিদপমুক্ত করতে পারেননি নেপাল গোলকিপার রাম বাহাদুর। ফিরতি শটে সেই বল জালে জড়ান সাব্বির। ১-০তে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতিপক্ষের রক্ষণভাগ নিয়ে রীতিমতো ছেলেখেলা করে লাল-সবুজরা। ম্যাচের ৪৯ থেকে ৫১— এই তিন মিনিটে দুবার গোল উদযাপন করেছে গোলাম রব্বানীর দল। একটি গোল আসে অপুর পা থেকে, আরেকটি করেন মোহাম্মদ আরিফ। ৬৫ মিনিটে মানিকের সৌজন্যে চতুর্থ গোলও পেয়ে যায় বাংলাদেশ।

    এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। গ্রুপের অন্য দল শ্রীলঙ্কা, যারা প্রথম ম্যাচে ২-০ গোলে হেরেছে নেপালের কাছে। এক ম্যাচ জিতেই বাংলাদেশ গ্রুপের শীর্ষে। নেপালের সাথে পয়েন্ট সমান হলেও বেশি গোল করায় তারা পেছনে ফেলেছে নেপালকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:26 PM জামায়াত জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত 4:13 PM দাবি মানার আগে মাঠে নামবেন না ক্রিকেটাররা 2:47 PM পাবনা-১ ও ২ আসনে নির্বাচন ১২ ফেব্রুয়ারি করতে ইসিকে নির্দেশ 1:41 PM সায়েন্সল্যাবে ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ 1:22 PM যথাসময়ে হচ্ছে না বিপিএলে দিনের প্রথম ম্যাচ 1:16 PM বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের 1:05 PM ইরান ইস্যুতে আজ বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 12:55 PM “নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে” 12:40 PM মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে ইসিতে ৬ষ্ঠ দিনের আপিল শুনানি চলছে 12:25 PM রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৯