• লাইফস্টাইল

    রাতে পেঁপে খাওয়ার উপকারিতা কতটুকু?

      প্রতিনিধি 18 September 2025 , 6:44:01 প্রিন্ট সংস্করণ

    - পুষ্টিকর ফল পাকা পেঁপে। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পেঁপে ভিটামিন এ ও সি সমৃদ্ধ ফল। যা শরীরের রোগ প্রতিরোধে এবং অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করে। তাই প্রতিদিন রাতে পাকা পেঁপে হতে পারে উত্তম খাবার। আর এমন কিছু খাবার আছে যেগুলো রাতে খেলে তা আমাদের জন্য বেশ উপকারী। তার মধ্যে একটি হলো পেঁপে। সুস্বাদু ও পুষ্টিকর ফল পেঁপে ঘুমানোর আগে খেলে অতিরিক্ত ওজন কমতে পারে। শুধু রাতে নয়, সম্ভব হলে দিনের বেলা খাবারের তালিকায় যুক্ত করতে পারেন এক বাটি পেঁপে।

    বিজ্ঞাপন

    চলুন জেনে নেয়া যাক উপকারী পেঁপের গুণাগুণ সম্পর্কে-পেঁপের অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের সূক্ষ্ম রেখা এবং বলিরেখা কমায়। নিয়মিত পেঁপে খেলে ত্বকের টানটান ভাব বজায় থাকে। এটি ত্বককে উজ্জ্বল আভা দিতেও সাহায্য করে। ত্বকের সতেজতার জন্য তাই নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করুন। পেঁপের পটাসিয়ামের পরিমাণ রক্তচাপ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমায়।

    পাকা পেঁপেতে থাকা ভিটামিন-এ চোখের সুস্থতায় কার্যকরী। এটি বয়সের সঙ্গে সৃষ্ট ম্যাকুলার অবক্ষয় রোধ করতে পারে। এর অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস আরও কমায়, চোখের স্বাস্থ্য এবং দৃষ্টিশক্তি উন্নত করে। চোখ ভালো রাখতে তাই প্রতি রাতে পেঁপে খাওয়ার অভ্যাস করুন। এটি একই সঙ্গে শরীরে সোডিয়ামের মাত্রা ভারসাম্য বজায় রেখে, পেঁপে সুস্থ রক্তনালীর কার্যকারিতা বজায় রাখতেও সাহায্য করে।

    একটি গবেষণাপত্রে দেখা গেছে, পেঁপের মধ্যে প্রদাহ-বিরোধী যৌগ রয়েছে যা প্রদাহ কমাতে পারে। এছাড়াও আর্থ্রাইটিসের মতো সমস্যা কমিয়ে দেয়। তাই প্রদাহ থেকে বাঁচতে নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করতে পারেন, সেটি হোক দিনে কিংবা রাতে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:56 PM ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী 9:52 PM দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম স্বর্ণের, ভরি ২ লাখ ৩২ হাজার ৫৫ টাকা 9:00 PM ক্রীড়া উপদেষ্টার বক্তব্য আইসিসির আনুষ্ঠানিক কোনো জবাব নয়: বিসিবি 8:36 PM এমন একটি দেশে ফিরে আসতে পেরে আমি ও আমার স্ত্রী আনন্দিত: ব্রেন্ট ক্রিস্টেনসেন 8:09 PM নির্বাচন ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা 7:48 PM বিতর্কিত তিন নির্বাচন নিয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন জমা 7:27 PM ইরানে সরকারের পক্ষে রাজপথে লাখো মানুষের ঢল 7:09 PM দুদকে তদন্তকাজের গতিশীলতায় ১৫ বিশেষ টিম গঠন 6:41 PM মুস্তাফিজকে বাদ দেয়াসহ আইসিসির ৩ সুপারিশ 6:38 PM চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ