• খেলা

    বাংলাদেশের প্রস্তাবে অবস্থান স্পষ্ট করেছে আয়ারল্যান্ড

      প্রতিনিধি 18 January 2026 , 11:45:21 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানের মধ্যে বিকল্প সমাধান খুঁজতে ঢাকায় এসেছে আইসিসির দুই সদস্যের প্রতিনিধিদল। তবে বৈঠকে বিসিবির ‘গ্রুপ অদলবদল’ প্রস্তাব কার্যত ধাক্কা খেয়েছে কারণ ক্রিকেট আয়ারল্যান্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা নির্ধারিত গ্রুপ বা ভেন্যু বদলাবে না।

    শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিসিবির সঙ্গে আইসিসির প্রতিনিধিদের বৈঠক হয়। বৈঠক শেষে বিসিবি জানায়, তারা আবারও ভারতের মাটিতে খেলতে না যাওয়ার অবস্থান স্পষ্ট করেছে। পাশাপাশি লজিস্টিক জটিলতা কমাতে বাংলাদেশকে অন্য গ্রুপে সরানোর সম্ভাবনাও আলোচনায় তোলে বিসিবি।

    তবে সেই প্রস্তাবে সম্মতি দেয়নি আয়ারল্যান্ড। ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেছেন, আইসিসির পক্ষ থেকে তাদের ‘চূড়ান্ত নিশ্চয়তা’ দেওয়া হয়েছে যে-

    বিজ্ঞাপন

    “মূল সূচি অপরিবর্তিত থাকবে এবং আয়ারল্যান্ড তাদের গ্রুপ পর্বের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবে।”

    কারা কোথায় খেলছে

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘সি’-তে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান-এবং সব ম্যাচ নির্ধারিত হয়েছে শ্রীলঙ্কায়।

    অন্যদিকে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-তে। তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালি। সূচি অনুযায়ী বাংলাদেশের সব গ্রুপ ম্যাচ হওয়ার কথা কলকাতা ও মুম্বাইয়ে। কিন্তু নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে বিসিবি ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে।

    ঢাকার বৈঠকে বিসিবি যুক্তি দেয়, বাংলাদেশকে অন্য গ্রুপে সরালে ভেন্যু পরিবর্তনের ঝামেলা কমবে এবং টুর্নামেন্টের কাঠামো তুলনামূলক সহজে সামাল দেওয়া যাবে। তবে আইসিসি বা আয়ারল্যান্ড-কারোর কাছ থেকেই ইতিবাচক সাড়া মেলেনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:45 AM বাংলাদেশের প্রস্তাবে অবস্থান স্পষ্ট করেছে আয়ারল্যান্ড 11:29 AM নিজস্ব সোশ্যাল মিডিয়া আনছে ইরান 10:52 AM আপিল শুনানির শেষ দিন আজ, আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 10:44 AM অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৫ 10:06 AM তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ 9:01 AM যুক্তরাজ্য-ফ্রান্সসহ ৮ দেশের ওপর শুল্ক আরোপ ট্রাম্পের 8:32 AM কাদের-সাদ্দামসহ ৭ নেতার অভিযোগ গঠনে প্রসিকিউশনের শুনানি আজ 8:18 AM বেতন কাঠামো চূড়ান্ত: সর্বনিম্ন বেতন দ্বিগুণের বেশি বাড়ানোর প্রস্তাব 8:42 PM জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা 8:04 PM তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাই-কমিশনারের সাক্ষাৎ