
প্রতিনিধি 15 January 2026 , 6:56:36 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সব ধরনের কার্যক্রম থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি দিলেও মন গলেনি ক্রিকেটারদের। বোর্ড পরিচালক থেকে তার পদত্যাগের দাবিতে অনড় তারা। এমন অবস্থায় স্থগিত হয়ে গেল বিপিএলের ঢাকা পর্বের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচটিও। ফলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বিপিএল

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও দুই দলের কোনো ক্রিকেটাররই মাঠে যায়নি।
এদিকে সন্ধ্যা ৬ টায় মাঠে গড়ানোর কথা ছিল দিনের দ্বিতীয় ম্যাচ। যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের। কিন্তু বিতর্কিত মন্তব্যের কারণে নাজমুলের পদত্যাগের দাবিতে এই ম্যাচও ক্রিকেটাররা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, রাত ৮ টায় ক্রিকেটারদের সংগঠন- কোয়াবের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবির পরিচালকরা। সেখানে থাকবে চলতি বিপিএলে অংশগ্রহণকারী ছয় ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিরাও। সেই বৈঠকের পরই বিপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।