• খেলা

    রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

      প্রতিনিধি 13 January 2026 , 12:17:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে সাত মাসের বেশি টিকতে পারলেন না জাবি আলোনসো। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। আলোনসোর বিদায়ের পর নতুন প্রধান কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে স্প্যানিশ জায়ান্টরা।

    ২০২৫ সালের ১ জুন রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন জাবি আলোনসো। বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে সাফল্যমণ্ডিত সময় কাটিয়ে তিনি রিয়ালে আসেন। ২০২৩-২৪ মৌসুমে লিগ ও কাপ জিতে ঘরোয়া ডাবল করার পাশাপাশি ইউরোপা লিগের ফাইনালে দলকে তুলেছিলেন আলোনসো। রিয়ালে তাঁর শুরুটাও ছিল বেশ আশাব্যঞ্জক। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পাশাপাশি প্রথম ১৪ ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় পায় লস ব্লাঙ্কোসরা।

    বিজ্ঞাপন

    তবে গত ৪ নভেম্বর লিভারপুলের কাছে হারের পর থেকেই দলের পারফরম্যান্সে ছন্দপতন শুরু হয়। পরবর্তী আট ম্যাচে মাত্র দুটি জয় পায় রিয়াল। মাঝখানে টানা পাঁচ ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ক্লাব কর্তৃপক্ষকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেননি আলোনসো। শেষ পর্যন্ত সুপার কাপের এল ক্লাসিকোতে পরাজয়ই তাঁর কোচিং অধ্যায়ের ইতি টানে।

    ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে জাবি আলোনসোর সঙ্গে চুক্তি শেষ করা হয়েছে। বিবৃতিতে আলোনসোকে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি হিসেবে উল্লেখ করে তাঁর অবদান ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানানো হয়। ক্লাব আরও জানায়, সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধা তিনি আজীবন বহন করবেন এবং রিয়াল মাদ্রিদ সবসময়ই তাঁর ঘর হয়ে থাকবে।

    আলোনসোর বিদায়ের পর দায়িত্ব পেয়েছেন সাবেক রিয়াল ডিফেন্ডার আলভারো আরবেলোয়া। ৪২ বছর বয়সী এই কোচ এর আগে রিয়াল মাদ্রিদের একাডেমিতে কাজ করছিলেন। খেলোয়াড় হিসেবে তিনি স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ক্লাব ক্যারিয়ারে ২০০৪-০৫ মৌসুমে প্রথমবার রিয়ালে খেলেন আরবেলোয়া। পরে লিভারপুলে এক মৌসুম কাটিয়ে ২০০৯ সালে আবার রিয়ালে ফেরেন এবং ২০১৬ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে ১৫৩ ম্যাচ খেলেন। কোচ হিসেবে ২০২০ সালে রিয়াল মাদ্রিদের ইয়ুথ টিমের দায়িত্ব নেন তিনি।

    এল ক্লাসিকোর হতাশা কাটিয়ে নতুন কোচ আরবেলোয়ার অধীনে আগামী বুধবার কোপা দেল রেতে আলবাচেতের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:17 PM রিয়ালের নতুন কোচ আরবেলোয়া 12:06 PM গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান 12:05 PM নির্বাচন ও গণভোটের মাধ্যমে নির্ধারণ হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা 11:58 AM জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 11:40 AM রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ১৮ ফেব্রুয়ারি 11:24 AM দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন শুরু আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা 11:17 AM ইরানের সঙ্গে ব্যবসা করা দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক: বিপাকে ভারত 10:52 AM বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনের ৪ প্রেস কর্মকর্তাকে দেশে ফেরার নির্দেশ 10:37 AM ইরান যুদ্ধের জন্য প্রস্তুত 9:56 PM ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী