
প্রতিনিধি 8 January 2026 , 12:11:26 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের ফুটবলে খুবই পরিচিত মুখ মো. আতাউর রহমান। মোহামেডানের অন্তঃপ্রাণ সমর্থক আতা আর নেই। গতকাল (বুধবার) রাতে তিনি ইন্তেকাল করেন। মোহামেডানের সমর্থক ও ক্লাব উভয়েই বিষয়টি নিশ্চিত করেছে।

ঘরোয়া ফুটবল লিগে মোহামেডান ২২ বছর চ্যাম্পিয়ন হতে পারেনি। এতে অনেক সমর্থক মুখ ফিরিয়ে নিলেও আতা ছিলেন ব্যতিক্রম। মোহামেডানের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে তিনি সব সময় থাকতেন। বয়সের ভারে নুয়ে পড়লেও মোহামেডানের গ্যালারিতে তরুণদের মতো চিৎকার করতেন। রেফারির সিদ্ধান্ত প্রিয় মোহামেডানের বিপক্ষে গেলে গালমন্দও করতেন তিনি। ফুটবল ছাড়াও মোহামেডানের হকি, ক্রিকেট ম্যাচও উপস্থিত থাকতেন নিয়মিত। তবে ফুটবলই ছিল তার গভীর ভালোবাসা।
আতার জীবন বলতেই ছিল মোহামেডান। খেলার দিন থাকতেন স্টেডিয়ামের গ্যালারিতে, অন্য দিনগুলোতে ক্লাব প্রাঙ্গণে। বছর চারেক জাতীয় স্টেডিয়াম সংস্কার হওয়ায় খেলা ঢাকার বাইরে হচ্ছে। আবার আতার শরীরও দিনকে দিন নাজুক হয়ে পড়ে। মাঠে না আসতে পারলেও মোহামেডানের খোঁজ-খবর রাখতেন সব সময়। আবার মোহামেডানের সমর্থকরাও তার বাসায় গিয়ে দেখে আসতেন।
সকলের মায়া ছিন্ন করে গতকাল রাতে পরপারে পাড়ি জমান মো. আতাউর রহমান। সবার প্রিয় আতা ভাই। তার প্রয়াণে মোহামেডানসহ ফুটবলাঙ্গনে গভীর শোক চলছে। আজ (বৃহস্পতিবার) বাদ জোহর তার নামাজে জানাজা।